• আন্তর্জাতিক

‎ভারতের কাছে ৯৩ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারতের কাছে ৯২ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের জ্যাভলিন মিসাইল সিস্টেমসহ সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

‎মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) পৃথক দুটি বিবৃতিতে জানায়, জ্যাভলিন মিসাইল সিস্টেম, এক্সক্যালিবার প্রজেক্টাইল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম ভারতের কাছে বিক্রির জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

‎স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) কংগ্রেসকে অবহিত করে প্রয়োজনীয় সার্টিফিকেশন করেছে বলে জানায় ডিএসসিএ।

‎ডিএসসিএ এর মতে, ৯২ দশমকি ৮ মিলিয়ন ডলার মূল্যের এই বিক্রয় চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করবে এবং মার্কিন বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্যগুলোকে সমর্থন করবে।

‎চুক্তি অনুযায়ী- ৪৫ দশমিক ৭ মিলিয়ন ডলারের প্রথম প্যাকেজে ভারতের কাছে ২৫টি জ্যাভলিন লাইটওয়েট কমান্ড লঞ্চ ইউনিট (এলডব্লিউসিএলইউ) অথবা জ্যাভলিন ব্লক ১ কমান্ড লঞ্চ ইউনিট (সিএলইউ) এবং এফজিএম-১৪৮ মিসাইল, ফ্লাই-টু-বাই বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এছাড়া এই প্যাকেজটিতে জ্যাভলিন এলডব্লিউসিএলইউ বা সিএলইউ বেসিক স্কিল প্রশিক্ষক; ক্ষেপণাস্ত্র সিমুলেশন রাউন্ড; ব্যাটারি কুল্যান্ট ইউনিট; ইন্টারেক্টিভ ইলেকট্রনিক টেকনিক্যাল ম্যানুয়াল সহ কিছু হালকা প্রতিরক্ষা সরঞ্জামও অন্তর্ভুক্ত রয়েছে।

‎সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিক্রয় প্যাকেজটিও অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ৪৭ দশমিক ১ মিলিয়ন ডলার মূল্যের এই প্যাকেজটিতে রয়েছে এক্সক্যালিবার প্রজেক্টাইল এবং এর সরঞ্জাম। পৃথক একটি বিবৃতিতে ডিএসসিএ জানিয়েছে, ভারত ২১৬টি এম৯৮২এ১ এক্সক্যালিবার ট্যাকটিক্যাল প্রজেক্টাইল কেনারও অনুরোধ জানিয়েছে।

‎ধারণা করা হচ্ছে এই অস্ত্রগুলো  হুমকি মোকাবিলায় ভারতের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। একই বিষয়ে মন্তব্য করে ডিএসসিএ তাদের বিবৃতিতে জানায়, এই বিক্রয় চুক্তিটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে এবং আঞ্চলিক হুমকি প্রতিরোধ করবে। তাছাড়া ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে ভূমিকা পালন করবে।

‎ডিএসসিএ’র বিবৃতিতে আরও বলা হয়, এই বিক্রয় চুক্তি আমেরিকান প্রতিরক্ষা প্রস্তুতির ওপর কোনো প্রতিকূল প্রভাব ফেলবে না।

মন্তব্য (০)





image

‎১৩ বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিলো তুরস্ক

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৩ বছর পর প্রথমবারের মতো প্রতিবেশী সি...

image

‎রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে চান এরদোগান ‎

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর...

image

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৭

নিউজ ডেস্কঃ গাজায় ইসরাইলি বিমান হামলায় বুধবার ২৭ জন নিহত হয়ে...

image

খাসোগি হত্যার বিষয়ে সৌদি যুবরাজ কিছুই জানতেন না, দাবি ট্র...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুব...

image

‎মার্কিন অস্ত্রে আরও ১০৫ মিলিয়ন ডলার দিচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ ক্ষে...

  • company_logo