ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেটি দিতে চান না। এর মাঝেই প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। খবর আনাদোলু এজেন্সি ও এএফপি।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার (১৮ নভেম্বর) ইউক্রেনকে সর্বোচ্চ ১০৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দেবে।
বিবৃতিতে জানানো হয়েছে, এই প্যাকেজের মধ্যে রয়েছে ইউক্রেনের এম৯০১ লঞ্চারগুলোকে আধুনিক এম৯০৩ ভার্সনে উন্নীত, গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের জন্য প্রয়োজনীয় তালিকা, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ, এবং অন্যান্য লজিস্টিক ও প্রোগ্রাম সহায়তা।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই চুক্তি তাদের পররাষ্ট্রনীতির লক্ষ্য পূরণে সহায়তা করবে। রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেন ক্রমেই বেশি নির্ভর করছে মার্কিন তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থার ওপর।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, সম্প্রতি আরও কয়েকটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনে এসেছে এবং সেগুলো সক্রিয় করা হচ্ছে। অবশ্য কিয়েভের চাওয়া যুক্তরাষ্ট্রের ২,৫০০ কিলোমিটার পাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। তবে ট্রাম্প সরাসরি বলেছেন, ‘ওই বিষয়ে তিনি তেমন ভাবছেন না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ প্রায় ৬৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের আহ্বান সত্ত্বেও, রাশিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আবেদন প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।
নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিনাঞ্চলীয় শহর ওইতায় একটি...
নিউজ ডেস্ক : গাজায় দুই বছরের গণহত্যায় ইসরাইলকে জ্বালানি সরবরাহ করেছে ২৫ ...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্...
নিউজ ডেস্ক : আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অ...

মন্তব্য (০)