• তথ্য ও প্রযুক্তি

লাইক বাটন সরিয়ে দিচ্ছে ফেসবুক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ ১৬ বছর ধরে লাইক বাটন ছিল অনলাইনে সবচেয়ে পরিচিত চিহ্নগুলোর একটি। ২০০৯ সালে চালু হওয়া এই ফিচারটি মানুষের ডিজিটাল যোগাযোগের ধরন পরিবর্তন করেছিল। একটি ক্লিকেই প্রকাশ পেত ভালো লাগা, সমর্থন কিংবা প্রশংসা। তবে এখন সেই লাইক বাটন নিয়ে নতুন আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মেটা ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ফেসবুকের লাইক ও কমেন্ট বাটন বাইরের ওয়েবসাইটে আর কাজ করবে না। অর্থাৎ, ব্লগ, নিউজ সাইট, ই-কমার্স ওয়েবসাইটসহ যেসব পেজে ফেসবুকের 'লাইক' বা 'কমেন্ট' প্লাগ-ইন ব্যবহৃত হতো, সেগুলো আর সক্রিয় থাকবে না। তবে ভালো খবর হলো, ফেসবুকের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইটে লাইক বাটন বন্ধ হবে না, অর্থাৎ ব্যবহারকারীরা আগের মতোই পোস্ট, ছবি, রিল বা ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে পারবেন।

কেন এই প্লাগ-ইনগুলো সরানোর কারণ কী? মেটা জানিয়েছে, এটি তাদের ডেভেলপার টুলগুলোকে আধুনিক ও সহজ করার অংশ হিসেবে করা হচ্ছে। প্রায় এক দশক আগে তৈরি এই প্লাগইনগুলো ওয়েবসাইটে ফেসবুকের উপস্থিতি বাড়াতে সাহায্য করত, কিন্তু সময়ের সঙ্গে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। কঠোর গোপনীয়তা আইন, ডেটা শেয়ারিং নীতি পরিবর্তন এবং নতুন সোশ্যাল মিডিয়ার উত্থানই এর প্রধান কারণ। মেটার মতে, পুরনো ও অপ্রয়োজনীয় টুলগুলো রাখা আর অর্থবহ নয়।

উল্লেখ্য, ২০০৯ সালে লাইক বাটন শুধুমাত্র প্রযুক্তির একটি অংশ ছিল না, এটি এক সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছিল। অনলাইনে মানুষের আচরণ, কনটেন্টের জনপ্রিয়তা এবং ব্র্যান্ডের প্রচারে লাইক ছিল অন্যতম মাপকাঠি। তবে ২০২৫ সালের ইন্টারনেট এখন অনেকটাই বিচ্ছিন্ন, ব্যবহারকারীরা একাধিক অ্যাপে সময় কাটাচ্ছেন, অ্যালগরিদম এখন জটিল এবং গোপনীয়তা প্রযুক্তির মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে ফেসবুকের ওয়েবভিত্তিক প্রভাব অনেকটাই কমে গেছে। তাই মেটা এখন নতুন উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে চায়, অতীতের ঐতিহ্য নয়।

সূত্র- হিন্দুস্তান টাইমস

 

মন্তব্য (০)





image

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

নিউজ ডেস্ক : এখন থেকে গ্যাস বিল পরিশোধের জন্য ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না। ঘ...

image

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভ্রমণে বেরিয়ে মোবাইল...

image

যেভাবে স্টারলিংক আরও সহজলভ্য করল স্টার টেক

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিষেবা &lsq...

image

ভুয়া বিজ্ঞাপন থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার লাভ করছে মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি মেটা প্ল্য...

image

যে ৪ উপায়ে সুরক্ষিত রাখবেন সামাজিক মাধ্যম

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক মাধ্যম কেবল যোগাযোগের মাধ্যম নয়—এটি...

  • company_logo