• তথ্য ও প্রযুক্তি

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এখন থেকে গ্যাস বিল পরিশোধের জন্য ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না। ঘরে বসে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। মোবাইল অ্যাপগুলোর মাধ্যমেও করতে পারবেন বিল পরিশোধ। চলুন, জেনে নেওয়া যাক অনলাইনে গ্যাস বিল জমা দেওয়ার পদ্ধতি।

অনলাইনে গ্যাস বিল পরিশোধ-এর নিয়ম

বিকাশে গ্যাস বিল পরিশোধ

ব্র্যাক ব্যাংকের এই পেমেন্ট গেটওয়েটি দেশের সর্বাধিক জনপ্রিয় মাধ্যম যা দিয়ে খুব সহজেই গ্যাস বিল জমা দেওয়া যায়। শুধু তাই নয়, বিকাশ অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করলে তাৎক্ষণিকভাবে বিলের জমা রশিদটি সরাসরি মোবাইলে চলে আসে।

বিকাশের মাধ্যমে যে গ্যাস পরিষেবা প্রতিষ্ঠানগুলোর বিল জমা দেওয়া যাবে সেগুলো হলো- কর্ণফুলী গ্যাস, জালালাবাদ গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস, সুন্দরবন গ্যাস ও তিতাস নন মিটার্ড গ্যাস বিল। এখানে উল্লেখ্য যে তিতাস গ্যাসের প্রি-পেইড কার্ডের বিল বর্তমানে বিকাশ দিয়ে পরিশোধ করা যায় না।

বিকাশে বিনামূল্যে সর্বোচ্চ দুটি বিল পরিশোধ করা যায়। তাই গ্রাহকরা তাদের যে কোনো মাসের প্রথম বা দ্বিতীয় বিল হিসেবে গ্যাস বিল জমা দিতে পারবেন কোন চার্জ ছাড়াই।

তবে ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল, ২০২২ পর্যন্ত নতুন সুযোগ দেওয়া হচ্ছে। তা হলো- মাসের প্রথম পাঁচটি বিল পরিশোধের ক্ষেত্রে কোনো রকম চার্জ প্রযোজ্য হবে না। সুযোগটি *২৪৭# ডায়াল করে কিংবা অ্যাপ দিয়ে উভয় মাধ্যমেই পাওয়া যাবে। এমনকি এক্ষেত্রে বিলের পরিমাণের ক্ষেত্রে কোনো লিমিট প্রযোজ্য হবে না।

চলুন জেনে নেওয়া যাক ধাপে ধাপে বিকাশ অ্যাপ দিয়ে গ্যাস বিল পরিশোধ করার পদ্ধতি।

বিকাশ অ্যাপ না থাকলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্স্টল করে নিতে হবে। অতঃপর মোবাইল নম্বার ও পাঁচ অঙ্কের পিন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর থেকে প্রতিবার গ্যাস বিল জমা দেওয়ার সময় পর্যায়ক্রমিক ভাবে যে ধাপগুলো অনুসরণ করতে হবে তা হলো-

১) পিন দিয়ে বিকাশ অ্যাপের হোম স্ক্রিণে প্রবেশ করতে হবে।

২) পে বিল-এ গিয়ে নতুন স্ক্রিণে গ্যাসে ক্লিক করতে হবে। এ সময় নিচের দিকে গ্যাসের সকল পরিষেবাগুলো দেখাবে। সেখান থেকে গ্রাহক নিজের পরিষেবা প্রতিষ্ঠানটি বাছাই করে নিতে পারবে।

কর্ণফুলী গ্যাস-এর ক্ষেত্রে

বিল এ্যাকাউন্ট নাম্বার হিসেবে বিলের বইয়ে সরবরাহকৃত নতুন গ্রাহক সংকেত নাম্বারটি দিতে হবে। তারপর দিতে হবে গ্রাহকের মোবাইল নম্বর। সবশেষে পরবর্তী বিল পেমেন্টের জন্য এ্যাকাউন্টটি সেভ করে রাখুন অপশনটিতে টিক মার্ক দিয়ে রাখলে পরের মাসে বিল পরিশোধের সময় নতুন করে এই তথ্যগুলো প্রবেশ করাতে হবে না।

পরের স্ক্রিণে নির্দিষ্ট সময়সীমায় ধার্যকৃত বিল দেখাবে।

জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস-এর ক্ষেত্রে

→ বিল প্রদানের সময়সীমা এবং বিলের বইয়ে সরবরাহকৃত গ্রাহক কোডটি দিতে হবে। এ অংশে পরের মাসে বিল দেওয়ার জন্য তথ্যগুলো সেভ করে রাখা যাবে।

→ পরের স্ক্রিনে নির্দিষ্ট সময়সীমায় ধার্যকৃত বিল দেখাবে।

সুন্দরবন গ্যাস-এর ক্ষেত্রে

→ বিল প্রদানের সময়সীমা এবং বিল এ্যাকাউন্ট নম্বার হিসেবে বিলের বইয়ে সরবরাহকৃত নতুন গ্রাহক সংকেত নম্বারটি দিতে হবে। যথারীতি পরের মাসে বিল দেয়ার জন্য তথ্যগুলো সেভ করে রাখা যাবে।

→ পরের স্ক্রিণে নির্দিষ্ট সময়সীমায় ধার্যকৃত বিল দেখাবে।

তিতাস নন মিটার্ড গ্যাস বিল-এর ক্ষেত্রে

→ বিল প্রদানের সময়সীমা, বিলের বইয়ে সরবরাহকৃত গ্রাহক কোড ও মোবাইল নম্বার দিতে হবে। যথারীতি পরের মাসে বিল দেওয়ার জন্য তথ্যগুলো সেভ করে রাখা যাবে।

→ পরের স্ক্রিণে নির্দিষ্ট সময়সীমায় ধার্যকৃত বিল দেখাবে।

৩) এবার বিকাশের পিন নম্বার দিতে হবে।

৪) পরের স্ক্রিণে বিল পরিশোধ নিশ্চিত করতে নিচের নির্দেশিত অংশটিতে ট্যাপ করে ধরে রাখলে কিছুক্ষণের মধ্যেই বিল জমা সম্পন্ন হবে।

৫) চূড়ান্তভাবে একটি ডিজিটাল জমা রশিদ দেওয়া হবে যেটি পরবর্তীতে ব্যবহারের জন্য ডাউনলোড করে রাখা যেতে পারে।

অন্যান্য মোবাইল ব্যাংকিং পরিষেবা সমূহ

বিকাশের পাশাপাশি অনলাইনে গ্যাস বিল পরিশোধের জন্য সহজ মাধ্যমগুলোর মধ্যে আছে সরকারি পেমেন্ট গেটওয়ে নগদ এবং ডিবিবিএলের (ডাচ বাংলা ব্যাংক) রকেট। এছাড়াও আছে রূপালি ব্যাংকের শিওর ক্যাশ, সাউথইস্ট ব্যাংকের টেলিক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ, এটুআই (অ্যাক্সেস টু ইনফর্মেশন প্রোগ্রাম)-এর একপে, মার্কেন্টাইল ব্যাংকের মাইকেশ, রবি আজিয়াটার রবিক্যাশ, অগ্রণী ব্যাংকের দুয়ার এবং গ্রামীণফোনের জিপে।

 

মন্তব্য (০)





image

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভ্রমণে বেরিয়ে মোবাইল...

image

যেভাবে স্টারলিংক আরও সহজলভ্য করল স্টার টেক

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিষেবা &lsq...

image

ভুয়া বিজ্ঞাপন থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার লাভ করছে মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি মেটা প্ল্য...

image

যে ৪ উপায়ে সুরক্ষিত রাখবেন সামাজিক মাধ্যম

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক মাধ্যম কেবল যোগাযোগের মাধ্যম নয়—এটি...

image

অবশেষে ফেসবুকে দেখা যাবে ‘ডিসলাইক’ বাটন

তথ্য প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়ার ইতিহাসে অনেক প্রতীক্ষিত একটি ফিচা...

  • company_logo