• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে “দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত নতুন এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং একটি নতুন শিক্ষামূলক অধ্যায়ের সূচনা করেছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদ্যালয় প্রঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে পরীক্ষাকেন্দ্র মুখরিত হয়ে ওঠে। পরীক্ষার্থীদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

প্রথমবারের মতো আয়োজিত এ পরীক্ষায় ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪শত ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, গণিত, ইংরেজি এবং বিজ্ঞান/সাধারণ জ্ঞান বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

ফলাফল প্রকাশের পর অংশগ্রহণকারীদের মধ্যে কমপক্ষে ১০ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে এক চতুর্থাংশ শিক্ষার্থী ট্যালেন্টপুলে, বাকিরা সাধারণ গ্রেডে এককালীন বৃত্তি পাবে।

পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন দ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যক্ষ তানহার আলী। তার তত্ত্বাবধানে প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপ অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শেষ হয়। 

আয়োজক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম, আমজাদ হোসেন সোহেল ও অলক ঘোষ ছোটন জানান, এই বছর প্রথমবার হলেও আগামী বছরগুলোতে নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আমাদের রয়েছে। ফলাফল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার প্রদান করা হবে।

দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশা করছে, এ বৃত্তি পরীক্ষা আগামীর মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকায় শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।

মন্তব্য (০)





image

বগুড়া বীট মডেল স্কুলে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায়চ্যাম...

বগুড়া প্রতিনিধি :বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহাউজ ...

image

জামালপুরে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ মনোনয়ন বঞ্চিত সমর্থকদের

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় (জামালপুর-২ আসন) মানববন্ধন, ...

image

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা ম...

বগুড়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বাংলা...

image

শার্শায় জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের মোটরসাইকে...

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামন...

image

ঝিনাইদহে জমির লিজ প্রদানকে কেন্দ্র করে কম্পোডিয়া প্রবাসী...

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ...

  • company_logo