• সমগ্র বাংলা

দিনাজপুরে দুদকের গণশুনানীতে পুলিশ সুপারের কার্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেনি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দুর্নীতি কমিশন আয়োজিত গন শুনানীতে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের বিরুদ্ধে কোন নালিশ পাননি কমিশনের কমিশনার ( তদন্ত) মুহাম্মদ আলী আকবার আজিজীসহ সংশ্লিষ্টরা। আজ সোমবার শিশু একাডেমির মিলনায়তনে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।  শুনানীতে ১২৭টি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারির বিরুদ্ধে ১৩০ টি অভিযোগ ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনা বাড়ানোর পাশাপাশি কর্মরতদের সরাসরি শুনানীর মাধ্যমে জবাবদিহীর ফলে দুর্নীতি কমে আসবে। 

গন শুনানীতে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড, শিক্ষা অফিস, স্বাস্হ্য বিআরটিএ, এলজিইডি, বিএডিসি, পৌরসভা, পাশপোর্ট অফিসসহ ১২৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ হাজির ছিলো ভুক্তভোগিরা। উভয় পক্ষর কাছে নাশিলের বিষয়ে খোলামেলা যুক্তিতর্ক প্রমান পর্যালোচনা সাপেক্ষে কাউকে ভৎসনা, কাউকে সৎ ভাবে দ্বায়িত্ব পালনসহ সতর্ক করেছেন কমিশনার কর্মকর্তারা। আবার কিছু কিছু অভিযোগ করা হয়েছে খারিজও। 

অন্যদিকে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের বিরুদ্ধে নুন্যতম অভিযোগ জমা পড়েনি গন শুনানীর জন্য। এর আগে পুলিশ সুপার মারুফাত হুসাইন তার বক্তব্যে উল্লেখ করেছিলেন কনস্টেবলে পদে ২ দফায় নিয়োগগসহ যে কোন বিষয়ে কারো কাছে ঘুষ গ্রহন করা হয়নি৷ এধরনের কোন অভিযোগও   উঠেনি। পুলিশ সুপারের ওই ঘোষনার সময় উল্লাস প্রকাশ প্রকাশ করেন উচ্ছসিত জনতা।

মন্তব্য (০)





  • company_logo