• সমগ্র বাংলা

নড়াইল ২ আসনে বিএনপি'র মনোনয়নের দাবিতে শাহরিয়ার রিজভীর জর্জের পক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে (নড়াইল লোহাগড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নের প্রত্যাশায় শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভীর জর্জ এর পক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ।

এ সময়  বক্তব্য প্রদান করেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান৷ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব,  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন,  নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলি খান৷ জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ। এ সময় সংসদীয় আসন নড়াইল ২ এর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা কর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সময় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।  

মন্তব্য (০)





  • company_logo