ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন,সন্ত্রাস,চাঁদাবাজী, ,মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ৯ নভেম্বর চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সভায় ২০২৫ সালের অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। তাছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা নিয়ন্ত্রনে করনীয়, অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযান,অবৈধ অস্ত্র উদ্ধার ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ ,দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে চ্যালেন্জ মোকাবিলা,চোরাচালান দমন, অবৈধ বালু উত্তোলন,টপসয়েল ও মাটি কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ছাড়া ও কর্নফুলী শাহ আমানত ব্রীজ এলাকা হতে পরিবহন যাত্রীদের হয়রানি বন্ধ ও চট্টগ্রাম -ককসবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক বলেন,আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সকল আইন প্রয়োগকারী সংস্থা ও উপজেলা নির্বাহী অফিসারগনকে আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে,পাশাপাশি আমরা যারা আজ এ সভায় উপস্থিত আছি প্রত্যেকে স্ব-স্ব অবস্থান থেকে গৃহীত পদক্ষেপ গুলোকে বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।
সভায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো:জুনায়েদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ মাহবুবুল হক,সিভিল সার্জন ডা: মো: জাহাংগির আলম, গোয়েন্দা সংস্থা ও আইন শৃংখলার সংশ্লিষ্ট কর্মকর্তা জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্ধ উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ১৩ ন...
পাবনা প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রাম-...
লালমনিরহাট প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক...

মন্তব্য (০)