ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানী ও সহিংসতা প্রতিরোধে সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা চলমান রয়েছে। জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানী ও সহিংসতা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন করার সঙ্গে প্রতিবাদী হিসেবে নিজেদের বিনির্মাণ করতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এমন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন।
ইতিমধ্যেই জেলার ১১টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তারই ধারাবাহিকতায় সোমবার নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকল শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন যে কোন অন্যায় ও মন্দ কাজকে প্রতিরোধ করতে হলে প্রতিটি মানুষকে প্রথমে সচেতন হতে হবে। এরপর প্রতিবাদী হতে হবে। অন্যের ক্ষতি হচ্ছে মনে করে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। ইদানিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানীর ঘটনা বেড়েই চলেছে। এমন হয়রানী থেকে মুক্ত হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রথমে সচেতন হতে হবে। পরে শিক্ষার্থীসহ অভিভাবক ও অন্যদের যৌন হয়রানী ও সহিংসতা বিষয়ে সচেতন করতে হবে। তাহলেই আস্তে আস্তে প্রতিটি মানুষই প্রতিবাদী হয়ে উঠবে। আগামীতেও ধারাবাহিক ভাবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের আলোচনা সভার আয়োজন করার কথা জানান এই কর্মকর্তা।
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলায় মোটরসাইকেল ও...
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তা...
গাইবান্ধা প্রতিনিধিঃ এক সাথে কাজ করুন হাত ধরে এগিয়ে যান...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় আলম এশিয়া ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিস্তীর্ণ মাঠ এখন সোনা...

মন্তব্য (০)