• সমগ্র বাংলা

ইন্টার্নশিপে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী সাঈদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধিঃ থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাহজালাল হলের আবাসিক ছাত্র জাকারিয়া হোসাইন সাঈদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তার পরিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, বুধবার গভীর রাতে (প্রায় রাত ৩টা ৩০ মিনিটে) চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে সাঈদ ৫ আগস্ট থাইল্যান্ডে যান। গত ১৪ অক্টোবর সেখানে সড়ক দুর্ঘটনায় তিনি ও বাকৃবির আরও দুই শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে সাঈদকে দেশে ফিরিয়ে আনা হয়, তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

জাকারিয়া হোসাইন সাঈদের মৃত্যুতে বাকৃবি পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo