• সমগ্র বাংলা

ভুল রক্তের অভিযোগে প্রসূতির মৃত্যু লাশ দাফনের পর স্বজনদের ভিন্ন বক্তব্যে প্রশ্ন!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল গ্রুপের রক্ত পুশ করার অভিযোগে এক প্রসূতির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম খাদিজা আক্তার (২৫)। তিনি উপজেলার চাপাইর গ্রামের আবির হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রসব ব্যথা নিয়ে খাদিজাকে কালিয়াকৈরের রুমাইছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রক্ত পুশ করা হয়। পরবর্তীতে স্বজনদের দাবি, খাদিজাকে ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়, যার জেরেই তার মৃত্যু হয়।

প্রথমে নিহতের স্বামী আবির হোসেন সংবাদমাধ্যমকে জানান, “আমার স্ত্রীর রক্তের গ্রুপ ভুল দেওয়া হয়েছিল — এটা হাসপাতালের লোকেরাও প্রথমে স্বীকার করেছে।”

তবে পরবর্তীতে লাশ দাফনের পর স্বজনদের ও তার বক্তব্যে ভিন্নতা দেখা যায়। তিনি বলেন, “আল্লাহর মাল আল্লাহই নিয়ে গেছে, আমরা এখন আর কী করতে পারি। যার যার মতো বাড়ি ফিরে যান। এ বিষয় নিয়ে কারো নিউজ করতে হবে না।”

তার এই পরিবর্তিত বক্তব্যে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে — টাকার বিনিময়ে ভুক্তভোগী পরিবারকে ‘ম্যানেজ’ করা হয়েছে কিনা? অনেকেই বলছেন, “সকালে একরকম বক্তব্য, আর লাশ দাফনের পর অন্যরকম — এটা সন্দেহজনক।”

স্বজনদের ভিন্ন বক্তব্যের বিষয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঘটনার পর হাসপাতালের ম্যানেজার ও মালিকপক্ষ পলাতক। হাসপাতাল প্রাঙ্গণে দুই-একজন কর্মচারী ছাড়া কাউকেই পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন সাংবাদিকদের বলেন, “আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, “ ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং বিরাট ঘটনা। হাসপাতালের বিষয়ে অনেক বলছে কাগজপত্র নেই। হাসপাতালের অনুমোদন, লাইসেন্স ও কার্যক্রম যাচাই করা হবে। আগামীকাল সিভিল সার্জনের প্রতিনিধি দল এ বিষয়ে আসবে, আমিও যাবো। যদি তদন্ত সাপেক্ষে এই হাসপাতালের বিষয়ে অনিয়ম প্রমাণিত হয় তবে আইনি পদ্ধতিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনার পর কালিয়াকৈরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকের অবহেলার কঠোর বিচার দাবি করেছেন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ওসি ওবায়দুর রহমানের এক বছরে অপরাধ দমনে অভূতপূর...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত...

image

ফরিদপুরে আওয়ামী লীগের পুনর্বাসন ও সন্ত্রাসীদের পুনর্বাসন...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদ এর মাধ্যমে...

image

লালমনিরহাটে আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগের ঘোষনা ইউনিয়ন পরি...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৫৬ জন ইউপি সদ...

image

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ...

image

বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবা...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের গুজরাট প্রদেশ থেকে ফ্রোজেন ফ...

  • company_logo