
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে নওগাঁ পৌর সভা নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালন করেছে।
দিবস উপলক্ষ্যে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় নওগাঁ পৌর সভা নানা কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির প্রথমেই সোমবার শহরের মুক্তির মোড়ে পৌরসভা ভবনে সঠিক ভাবে হাত ধোয়ার প্রদর্শন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান ঘুরে আসার পর পৌর মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক টি.এম.এ. মমিন।
এছাড়া পৌর সভার কর্মকর্তা আনোয়ার কবির, সাজ্জাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও অন্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রশাসক বলেন সঠিক ভাবে হাত ধোয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অপরিষ্কার হাত থেকে অনেক রোগের সৃষ্টি হয়। এছাড়া পৌর সভা নিয়ে আগামীর পজেটিভ কর্মকান্ডে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদ এর মাধ্যমে...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৫৬ জন ইউপি সদ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের গুজরাট প্রদেশ থেকে ফ্রোজেন ফ...
মন্তব্য (০)