• সমগ্র বাংলা

সাংবাদিককে পা ভেঙে দেওয়ার হুমকি ইউপি সদস্যের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে রাস্তার অনিয়ম খোঁজতে গেলে সংবাদকর্মীকে ঠ্যাংয়ের নালা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য। হুমকি দেওয়ার  ৪ মিনিট ২৫ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার জন্ম নেয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকির অডিওটি ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সাংবাদিক শিহাব খান (৩৬) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড গ্রামের প্রয়াত আব্দুল হাকিম খানের ছেলে। তিনি এটিএন নিউজের শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। 

অভিযুক্ত ইউপি সদস্য মো. নূরে আলম (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্বপাড়া গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও গাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, অপরিচিত এক নাম্বার থেকে ইউপি সদস্যের ছেলে কাজল সাংবাদিক সিহাব খানের মুঠোফোনে ফোন করে সালাম বিনিময় করে বলে আমি কাজল ইউপি সদস্য নূরে আলমের ছেলে। আপনি কি সাংবাদিক শিহাব ভাই? আপনি কোথায় আছেন? আপনি কি গাজীপুর আসছিলেন? তারপরে, গাজীপুর আসছিলেন যে এখানে বাড়ির রাস্তা করতেছে। আপনি মেম্বারকে ফোন দিবেন। এসময় সাংবাদিক সিহাব খান বলেন কেন আপনাকে ফোন দিবো। এসময় উত্তেজিত হয়ে ইউপি সদস্যের ছেলে কাজল বলেন, আপনি করবেন না মানে। এসময় ইউপি সদস্য উত্তেজিত হয়ে মুঠোফোনে বলেন আপনি কে জানি? বেডার রাস্তা বেডা ট্যাহা দিইয়া করতাছে। আপনি ইউএনওকে ফোন করেন ক্যান। আপনারা যে বাটপার হয়েছেন। আমার এলাকায় আসলে ঠ্যাংয়ের নালা ভাইঙ্গা (ভেঙে) ফেলবো। এঁরা বাটপারি ছাড়া কিছুই করে না। ছয় নাম্বার ইট দিইয়া রাস্তা করলে তোর সমস্যা কি। শুয়োরের বাচ্চা, দালালের বাচ্চা। এসময় ইউপি সদস্য উত্তেজিত হয়ে গালি দিয়ে বলে তোর ইনকাম সোর্স কি। মাসে ইনকাম কি? তরে শ্রীপুর থানার মধ্যে যেহানেই (যেখানে) পাবো মাইরা (মেরে) ঠ্যাং ভাইঙ্গা দেম।

ভুক্তভোগী সাংবাদিক শিহাব খান বলেন, আজ সোমবার দুপুরের দিকে গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাবুলের বাড়ির রাস্তার ইট সলিং কাজ হচ্ছে। যেখানে নির্মাণ কাজে নিন্ম মানের ইট ব্যবহার হচ্ছে। এসময় ভিডিও ছবি ধারণ করে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে বক্তব্য চাই। এর কিছুক্ষণ পর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। অপরপ্রান্ত থেকে ইউপি সদস্যের ছেলে পরিচয়ে ছালাম বিনিময় করে রাস্তার বিষয়ে জানতে চান। তখন উত্তেজিত হয়ে প্রথমে ইউপি সদস্যের ছেলে হুমকি দেয়। এর কিছুক্ষণ পর ইউপি সদস্য উত্তেজিত হয়ে বলেন তার এলাকায় গেলে ঠ্যাংয়ের নালা ভেঙে দিবে। তিনি আরও জানান, এধরণের হুমকির পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

অভিযুক্ত ইউপি সদস্য মো. নূরে আলম বলেন, আমি রাগের মাথায় এই কথা বলে ফেলছি। আমি রাস্তায় কোন ধরনের নিন্ম মানের ইট ব্যবহার করিনি । সাংবাদিক আমাকে না জানিয়ে উপরের স্যারদের জানিয়েছে বলে একটু রাগে এমন কথা বলেছি।

গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম বলেন, আমি বিষয়টি শুনেছি। এবিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ওসি ওবায়দুর রহমানের এক বছরে অপরাধ দমনে অভূতপূর...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত...

image

ফরিদপুরে আওয়ামী লীগের পুনর্বাসন ও সন্ত্রাসীদের পুনর্বাসন...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদ এর মাধ্যমে...

image

লালমনিরহাটে আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগের ঘোষনা ইউনিয়ন পরি...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৫৬ জন ইউপি সদ...

image

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ...

image

বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবা...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের গুজরাট প্রদেশ থেকে ফ্রোজেন ফ...

  • company_logo