• সমগ্র বাংলা

ধানের শীষের প্রচারে নড়াইলে বিএনপির বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

​সোমবার বেলা ১১টার দিকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা কালনা সেতুর টোল প্লাজায় সমবেত হন। এ সময় ঢাকা থেকে সড়ক পথে সেখানে পৌঁছান নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

​জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু সহ হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা জেলার নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান।
​এরপরই ধানের শীষ প্রতীকের এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি লোহাগড়া শহর প্রদক্ষিণ করে। পরে জেলার নেতৃবৃন্দরা নড়াইল সদর উপজেলা ও কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধানের শীষ প্রতীকের মিছিল ও পথসভা করেন।
​এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, “বিএনপি দেশের সর্ববৃহৎ দল, আন্দোলন ও সংগ্রামের দল। আমাদের দলে কোন্দল নয়, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু তা সহনশীলতার মধ্যে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। মনোনয়নের বিষয়টি দলের নেতৃত্বই নির্ধারণ করবেন।”
​অন্যদিকে জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “হাইকমান্ড নির্দেশনা দিয়েছেন এলাকায় গিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করতে। আমরা সেভাবেই কার্যক্রম শুরু করেছি এবং এটি অব্যাহত থাকবে। আন্দোলন-সংগ্রামে যাঁরা ত্যাগী, তাঁদের অবশ্যই দল মূল্যায়ন করবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ওসি ওবায়দুর রহমানের এক বছরে অপরাধ দমনে অভূতপূর...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত...

image

ফরিদপুরে আওয়ামী লীগের পুনর্বাসন ও সন্ত্রাসীদের পুনর্বাসন...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদ এর মাধ্যমে...

image

লালমনিরহাটে আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগের ঘোষনা ইউনিয়ন পরি...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৫৬ জন ইউপি সদ...

image

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ...

image

বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবা...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের গুজরাট প্রদেশ থেকে ফ্রোজেন ফ...

  • company_logo