• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ ও পবিত্র কোরআন উপহার দিয়েছে ছাত্রশিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ২শ ৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। উপস্থিত অতিথিরা বলেন, জীবনের প্রথম ধাপেই সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধের শিক্ষা একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ডা. ফাওজান আব্দুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, বরং নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই নিজেদের চরিত্র, জ্ঞান ও মূল্যবোধে সমৃদ্ধ করে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম এবং জেলা সাহিত্য সম্পাদক আফজাল হোসেন। বক্তারা বলেন, সমাজে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তোলা সময়ের দাবি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ তানহারা আলী, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শিহাব উদ্দিন ও অর্থ সম্পাদক আবুল খায়ের ত্বহা প্রমুখ। শেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দোয়া ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুরে এমপি প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও ম...

জামালপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহ...

image

ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদে...

বেনাপোল প্রতিনিধি : দীর্ঘ আট মাস পর বেনাপোল আর্ন্তজাতিক চেকপ...

image

নড়াইলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু

নড়াইল প্রতিনিধ : “সমৃদ্ধ শিক্ষায় আলোকিত নড়াইল” ...

image

নারায়ণগঞ্জে বিএনপি'র দু গ্রুপের সংঘর্ষে আহত-৩০,গোলাগুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণ...

image

পাবনায় ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বে ১৫ দিন ধরে ব...

পাবনা প্রতিনিধি : ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জের...

  • company_logo