
ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইল–২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপালপুর সুতী ভি. এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে দলটির নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা এতে অংশ নেন।
শোভাযাত্রাটি উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পথিমধ্যে মাওলানা হুমায়ুন কবির সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর উন্নয়ন ভাবনা, রাজনৈতিক অঙ্গীকার ও এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতে অংশগ্রহণের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা কর্মপরিষদ সদস্য ড. মোঃ আতাউর রহমান, গোপালপুর উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
জামালপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
বেনাপোল প্রতিনিধি : দীর্ঘ আট মাস পর বেনাপোল আর্ন্তজাতিক চেকপ...
নড়াইল প্রতিনিধ : “সমৃদ্ধ শিক্ষায় আলোকিত নড়াইল” ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণ...
মন্তব্য (০)