• সমগ্র বাংলা

বাশঁখালীহতেঅপহরনকৃত শিশুউদ্ধার চন্দনাইশে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাশঁখালীউ পজেলার অপহরনকৃত শিশু চন্দনাইশ থানা পুলিশ উদ্ধার করেছে। জানা যায়,বাশঁখালীর আলজান্নী বড়বাড়ী এলাকার মন্জুরুল আলমের  ৫মাসের শিশু কন্যাকে আদরের ভান ধরে বাবার কোল থেকে নিয়ে পালিয়ে আসেরিদুয়ান নামক অপহরনকারী।

অপহরনের পর চন্দনাইশ মুরাদাবাদ ৪নং ওয়ার্ডের নাজিম উদ্দিনের স্ত্রীর কাছে কাছে ১লক্ষ২০ হাজার টাকায় বিক্রি করেন। নাজিম উদ্দিনের স্ত্রী রোবাইদা সুলতানা তান্জু শিশু কন্যাকে পেয়ে খুশিতে আটকানা হলে ও যেন বিধিবাম।

হন্ন হয়ে শিশুকন্যার সন্ধানে হন্ন হয়ে পাগল প্রায় শিশুর বাবা মন্জু। এদিকে সংবাদ পেয়ে ১৪ অক্টোবর চন্দনাইশ থানা পুলিশ চন্দনাইশের মুরাদাবাদ এলাকা হতে শিশুটিকে উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দেন।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার বলেন, অপহরনের সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে পিতা-মাতার হাতে তুলে দেয়া হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo