
ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ পাঁচজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তাদেন গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
থানা সূত্রে জানা গেছে, রোববার দিবাগত সন্ধ্যায় প্রথম অভিযানে, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের কৌচান এলাকার বিনদ চন্দ্র পালের লিচু বাগান সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মো. শুকুর আলীকে (৫৫) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
দ্বিতীয় অভিযানে, একই দিন সন্ধ্যায় পশ্চিম বালীগাঁও এলাকায় মো. গোলাম মহিউদ্দিন (৪৫), মো. মুন্না মিয়া (২৭) ও মো. শাহাদাত হোসেন শাকিলকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আসামী গোলাম মহিউদ্দিনের বাড়ির শয়নকক্ষ থেকে ২০ পুরিয়া হেরোইন (২ গ্রাম) উদ্ধার করা হয়।
তৃতীয় অভিযানে, একইদিন রাত সোযা ৮টার দিকে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. পনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রোববার দিবাগত রাতে পৃথক তিনটি মামলা (নং-২০, ২১ ও ২২) দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে "সমন্বিত উদ্যোগ ও প্রতির...
লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় তামাকমুক্ত দিবসের কর্মসূচি হিসে...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রাণ ফিরছে ক্রীড়াঙ্গনে। জেলার ঐত...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নছরউদ্দি...
ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলা বিএনপি এবং এর ...
মন্তব্য (০)