
ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় শ্রেণির শিশুকে বলাৎকারের পর শ্বাসরুদ্ধ করে খুনের ঘটনায় অভিযুক্ত যুবক সোহাগ (১৯) কে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। এর আগে গতকাল শনিবার রাতে নিখোঁজের নয় ঘন্টা পর গভীর জঙ্গলের ভেতর থেকে আবু বক্কর হুজাইফা(৯) নামে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) গ্রেপ্তারকৃত যুবক সোহাগকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।
ভুক্তভোগী শিশু শিক্ষার্থী আবু বক্কর হুজাইফা (৯) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের চাওবন গ্রামের মো. হারুন অর রশিদের পুত্র। সে স্থানীয় চাওবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।
অভিযুক্ত মো. সোহাগ (১৯) উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামের প্রয়াত হুরমু মেম্বারের ছেলে ।
অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, গতকাল শনিবার গভীর জঙ্গলের ভেতর থেকে মরদেহ উদ্ধারের পরপরই স্বজনদের দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে অভিযুক্ত সোহাগ জানায়, শিশু হুজাইফাকে গভীর জঙ্গলে নিয়ে তাকে জোরপূর্বক বলাৎকার করে। এসময় শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বাবা মা'কে বলে দিবে বলে সোহাগকে হুমকি দিলে জানায় অভিযুক্ত সোহাগ ক্ষিপ্ত হয়ে শিশু হুজাইফাকে শ্বাসরুদ্ধকরে খুন করে গভীর জঙ্গলে মরদেহ ফেলে চলে যায়। এরপর সোহাগ তার বাড়িতে গিয়ে গোসল খাওয়া দাওয়া শেষে হুজাইফার বাড়িতে আসে। এসময় হুজাইফার বাড়িতে এসে তার পরিবারের সাথে হুজাইফাকে খুজতে বের হয়। এবং গভীর জঙ্গল থেকে হুজাইফার মরদেহ খুজে বের করে সোহাগ।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে অভিযুক্ত আসামি দায় স্বীকার করেছেন। আজ রবিবার হুজাইফাকে বলাৎকার এবং হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্যঃ গতকাল শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের চাওবন গ্রামের কুটুমবাড়ি এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী ...
নড়াইল প্রতিনিধি : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ জাতী...
লালমনিরহাট প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব নিয়ে লালমনিরহাটের তরু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে এক যুবকের ...
বেনাপোল প্রতিনিধি : সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কল্যাণে...
মন্তব্য (০)