• সমগ্র বাংলা

দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারাল বিএনপি নেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের  রাউজানের মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামের বিএনপি নেতাকে গুলি কওে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বাগোয়ান ইউনিয়নের পাচখাইনগ্রামের অধিবাসী  হামীম এগ্রো নামে একটি গরুর খামারের মালিক। জানা যায়,বি,এন পি রাজনীতির সাথে জড়িত ছিলেন আবদুল হাকিম। 

আজ  ৭অক্ঠোবর মংগলবার বিকালে রাউজান মদুনাঘাট ব্রীজ এলাকায় মোটর সাইকেলে এসে দুর্র্বত্তরা গুলি করে  পালিয়ে যায়। গ্রুরুতর আহত অবস্থায় তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে সন্ধায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ বলেন,গুলির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ অকুস্থল হতে ফিরলে বিস্তারিত জানা যাবে।

 

মন্তব্য (০)





  • company_logo