• সমগ্র বাংলা

চলনবিলে একই দিনে দুটি সোঁতি বাধ অপসরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চলনবিল অধ্যুষিত কাটাগাঙে একই দিনে দুটি সোঁতি বাধ অপসরণ করছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। 

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চলনবিল অধ্যুষিত কাটাগাঙ নদীতে দেওয়া দুটি অবৈধ সোঁতি বাধ যা বাঁশ খুটি চাটাই জাল দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছিলেন কিছু অসাধু মৎস্যজীবি। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় অভিযান চালিয়ে দুটি সোঁতিবাধের বাঁশ, খুটি, চাটাই ও জাল অপসারণ করা হয়েছে।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানা পুলিশের সদস্য সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, হান্ডিয়াল কাটাগাঙে কৃত্রিমভাবে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে মাছ শিকার করেছিল কিছু অসাধু মৎস্য শিকারী। দুটি অবৈধভাবে দেওয়া সোঁতিবাধ অপসারণ করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অসাধু মৎস্যজীবি নদীতে পানি প্রবাহে বাঁধা দিয়ে কৃত্রিম ভাবে স্রোত তৈরি করে মাছসহ জীববৈচিত্র্য ধ্বংস করেছিল৷ অভিযান চালিয়ে  দুটি সোঁতিবাধ অপসারণ করা হয়েছে। 

মন্তব্য (০)





  • company_logo