
ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা ইসলাম ও পবিত্র কুরআনের অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি, তথা ফাঁসির দাবি জানান। একই সাথে, ধর্ম অবমাননাকারীদের বিচারের জন্য অবিলম্বে একটি 'ব্লাসফেমি আইন' পাস করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
বক্তারা বলেন, "এদেশের মানুষকে অশান্তিতে রাখার জন্য একটি মহল দিনের পর দিন ষড়যন্ত্র করে আসছে। বারবার এই চক্রান্তের শিকার আমরা হয়েছি।" তারা অবিলম্বে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উক্ত কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, বাংলাদেশ খেলাফত মজলিস এর সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, কোরআন শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুজ্জামান,
নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু দাউদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিকদার ইমরান। সমাবেশ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রতিনিধি : পুলিশের এক কর্মকর্তাকে (উপ-পরি...
পাবনা প্রতিনিধি : পাবনা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে...
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজা...
দোহার (ঢাকা) প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য ...
মন্তব্য (০)