
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি লোকালাইজেশন) ইউনিয়ন পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাতিয়া ইউনিয়নের দি বেস্ট মডেল একাডেমি চত্বরে, ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্টরের সহায়তায়, হাতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল হক। দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবক আব্দুল ওহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টরের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, হাতিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ, ইউপি সদস্য রাজ্জাকুল ইসলাম, আমিনুর ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল লতিফ, আব্দুর রব রানু, সাইফুর রহমান, সংরক্ষিত নারী সদস্য মোর্শেদা বেগম, ইতি বেগম, স্বাস্থ্য সহকারী আয়নাল হক, মাসুদ রানা, পরিবার কল্যাণ সহকারী শাহনাজ পারভীন, উপজেলা সমন্বয়কারী খন্দকার রাশেদুল আনম প্রমুখ।
নারী ইউপি সদস্য তছলিমা বেগম, সমাজকর্মী পপি রাণীসহ অনেকে বলেন, প্রথমে আমরা গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। তারপর সোশ্যাল ম্যাপ করেছি। ম্যাপের পর আমরা এলাকা ভিত্তিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। আমাদের হাতিয়া ইউনিয়নে তৃণমুল পর্যায়ে এতো সমস্যা রয়েছে, যেটা এই প্রজেক্টের মাধ্যমে জানতে পেরেছি। পরে এই সমস্যাগুলো ওয়ার্ড কর্মশলায় অগ্রাধিকার ভিত্তিতে নির্ণয় করা হয়েছে। এই সমস্যাগুলো সমাধান করা হলে আমাদের ইউনিয়নে মানুষ উপকৃত হবে এবং জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্টরের সহায়তায় খুলনার ডুমুরিয়া ও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি লোকালাইজেশন) বা টেকসই উন্নয়নে প্রি-পাইলটিং প্রজেক্ট চলমান রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : পুলিশের এক কর্মকর্তাকে (উপ-পরি...
পাবনা প্রতিনিধি : পাবনা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে...
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজা...
দোহার (ঢাকা) প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য ...
মন্তব্য (০)