• তথ্য ও প্রযুক্তি

‎ল্যাপটপ ভিজে গেলে যা করা উচিত

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অফিসের কাজ করছেন কিংবা ক্লাসের নোট নিচ্ছেন— এমন সময় হঠাৎ হাতের পানি কিংবা কফির কাপ ল্যাপটপের ওপর পড়ে গেলে অনেকে ঘাবড়ে যান। আবার কেউ কেউ ভুল পদক্ষেপ নিয়ে থাকেন। ফলে ল্যাপটপটির আরও বেশি ক্ষতি হয়ে যায়। তাই এ ধরনের মুহূর্তে যে কাজ করা উচিত, তা আগে থেকে জেনে নেওয়া জরুরি।

‎আর যদি আপনার ল্যাপটপের কিবোর্ড, স্ক্রিন, পোর্ট—সব অংশ কোনো কারণে ভিজে যায়, তবে তা পরিষ্কার করে রাখুন। কিন্তু ল্যাপটপ কোনোভাবেই দ্রুত চালু করার চেষ্টা করবেন না। এতে আপনার ল্যাপটপের ক্ষতি হতে পারে। কমপক্ষে ২৪ ঘণ্টা বা তার বেশি সময় শুকাতে দিন। আর ভিজে যাওয়ার পর ইন্টারনাল সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা যাচাই করতে বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

‎চলুন জেনে নেওয়া যাক, ল্যাপটপ পানিতে ভিজে গেলে কী করা উচিত—

‎১. পানিতে ভিজে গেলে ল্যাপটপ চালু রাখবেন না কিংবা বারবার চালু করে দেখবেন না। অনেকে ভাবেন, ‘চালিয়ে দেখি ঠিক আছে কিনা।’ এটা বিপজ্জনক। এটি করতে গেলে আপনার ল্যাপটপের শর্টসার্কিট হয়ে যেতে পারে।

‎২. হেয়ার ড্রায়ার কিংবা হিটার ব্যবহার করবেন না। কারণ অনেকে গরম বাতাস দিয়ে দ্রুত শুকানোর চেষ্টা করেন। এতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

‎৩. ল্যাপটপ ঝাঁকাবেন না। অনেকেই পানিতে ভিজে গেলে পানি বের করার জন্য ঝাঁকা দিয়ে থাকেন। কিন্তু এতে পানি আরও ভেতরের অংশে চলে যেতে পারে। সুতরাং এটি কখনো করবেন না।

‎৪. নিজে খুলে দেখবেন না। সামাজিক মাধ্যম ইউটিউবে ভিডিও দেখে নিজে নিজে ল্যাপটপের যন্ত্রাংশ খুলতে যাবেন না। বরং একজন পেশাদারের মেকানিকের সাহায্য নিন।

‎যেসব কাজ করা উচিত—

‎১. ল্যাপটপ যদি অন করা থাকে, তবে শাটডাউন করুন। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো— আপনার ল্যাপটপটি সঙ্গে সঙ্গে শাটডাউন করা উচিত। যদি ল্যাপটপ চার্জে থাকে, চার্জার খুলে ফেলুন।

‎২. ব্যাটারি খুলে ফেলুন। পুরোনো মডেলের ল্যাপটপে সাধারণত ব্যাটারি খোলা যায়। সেটি খুলে নিন। নতুন মডেল হলে এ ধাপ বাদ দিন এবং সার্ভিস সেন্টারে দ্রুত নিয়ে যান। যদি ব্যাটারি ভিজে যায়, তাহলে সেটি আর নিরাপদ নয়। এটি বদলে ফেলুন।

‎৩. প্লাগ-ইন ডিভাইস খুলে ফেলুন। ইউএসবি ড্রাইভ, মাউস, চার্জার, হেডফোন—যে কোনো কানেক্ট করা ডিভাইস দ্রুত খুলে ফেলুন।

‎৪. ল্যাপটপ উল্টো করে দিন। ল্যাপটপকে ইংরেজি ‘V’ অক্ষরের মতো করে উল্টো করে রাখুন। যাতে পানি নিচে নেমে আসে। অর্থাৎ স্ক্রিন খোলা রাখুন এবং কিবোর্ড নিচের দিকে রাখুন।

‎৫. শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। যতটা সম্ভব বাহ্যিক পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলা উচিত। কিবোর্ড, স্ক্রিন, পোর্ট—সব অংশ পরিষ্কার করুন।

‎৬. বাতাসে শুকাতে দিন। কারণ ল্যাপটপ কোনোভাবেই দ্রুত চালু করার চেষ্টা করবেন না। কমপক্ষে ২৪ ঘণ্টা বা তার বেশি সময় শুকাতে দিন।

‎৭ বড় কোনো সমস্যা হলে সার্ভিস সেন্টারে নিয়ে যান। ভিজে যাওয়ার পর ইন্টারনাল সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা দ্রুত যাচাই করতে বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

মন্তব্য (০)





image

কম্পিউটারের গতি বাড়ানোর সহজ ১০ কৌশল

তথ্য প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তিনির্ভর এই যুগে কম্পিউটার ছাড়া জীবন প্রায় অচল।...

image

বিজ্ঞাপনমুক্ত সংস্করণ আনছে ফেসবুক-ইনস্টাগ্রাম

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় ...

image

ফেসবুকে যে কাজ করলে আপনার ভিউ লাখে পৌঁছে যাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার ক...

image

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো বার্তা অনুবাদের সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্য...

image

‎গাজায় ইসরায়েলি বাহিনীর ক্লাউড সুবিধা বন্ধ করল মাইক্রোসফট

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের ফোন কলের ওপর ন...

  • company_logo