• রাজনীতি

‎৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি শেষ করেছে জামায়াত: গোলাম পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন পেছানোর জন্য নয়, বরং ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্যই আন্দোলনের কর্মসূচি দিয়েছে জামায়াত। জুলাই সনদের আইনী ভিত্তিসহ অন্যান্য দাবিগুলো নির্বাচনের আগেই মেনে নিতে হবে।

‎শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনার সোনাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

‎তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি, তবে একটি বড় দলের বাধায় জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে। তারা মৌলিক সংস্কার চায় না। তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে, এটা ভেবেছে বলেই ডাকসু, জাকসু নির্বাচনে ফল পেয়েছে।’

‎একই সাথে নির্বাচন ও আন্দোলন দুই প্রস্তুতি নিচ্ছে বলে জামায়াত বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনের কারণ ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা পিআর পদ্ধতির কথা বলেছি, বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি চালু আছে। পিআরের অনেক পদ্ধতি আছে, সেসব পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। আমরা আলোচনার জন্য প্রস্তুত। পিআর পদ্ধতির জন্য গণভোট প্রয়োজন সেটা আমরা কমিশনকে জানিয়েছি। কিন্তু অন্য দলটি মনে করছে তারা যা বলবে তাই হবে। এভাবে তো রাজনীতি হতে পারে না।’

‎এর আগে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণনির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে।

‎তিনি বলেন, জামায়াতের প্রতিটি কর্মীকে এখন নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে। ‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’ স্লোগানে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে খুলনার শিবির নেতা আমিনুল ইসলাম বিমান, শেখ আব্দুল হালিম, আমানুল্লাহ আমান, রহমত আলী, আবুল কাশেম পাঠান এবং সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কথা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন অধ্যাপক নিয়ে গোলাম পরোয়ার। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

‎খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হোসাইনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।

মন্তব্য (০)





image

‎আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে বাঁচতে বড় বড় হেলিকপ্টার...

নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বা...

image

ঈশ্বরগঞ্জে কুপিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল সভাপতি বহিষ্কার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসি...

image

‎গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্...

নিউজ ডেস্কঃ পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের গালভরা গল্প করা...

image

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব: সারজিস

নিউজ ডেস্ক : গত এক বছরে কেউ যদি এক টাকারও অভিযোগ দিতে পারে ত...

image

ভারত নয়, যুক্তরাষ্ট্রেই আছেন জামায়াত নেতা ডা. তাহের

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে যাওয়া জামায়াতে ইসলা...

  • company_logo