• রাজনীতি

লালমনিরহাটে আলেম ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা সদরের বিভিন্ন মসজিদের ইমাম,খতিব,মোয়াজ্জেম,বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ সহ আলেম ওলামাগন অংশ নেন।
এ সময় বক্তারা বলেন,বর্তমান সময়ে ইসলামের নামে নানান অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। এক ধর্ম নিয়েই যদি রাজনীতি করেন তাহলে এত ধর্মীয় রাজনৈতিক সংগঠন কেন? সবাই কেন এক কাতারে আসতে পারছেন না। ধর্মের নামে এসব রাজনৈতিক দল ভূল তথ্য দিয়ে মানুষের মাঝে সংঘাত,বৈষম্য সৃষ্টি করছে এ ব্যাপারে আলেমরা তাদের বক্তব্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে নারী ভোটারদের কাছে ভুল ব্যাখ্যা করছেন। তারা জান্নাতের টিকিট বিক্রয়ের কথা বলছেন। তারা বলছেন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। তিনি বলেন যে দেশে দাঁড়িপাল্লা মার্কা নেই তারা কি জান্নাতে যাবে না। আমাদের বাপ-দাদারা অনেক আগে মারা গেছেন তাহলে তারাও কি জান্নাত থেকে বঞ্চিত হবে। সেই দলের সাথে আরো কয়েকটি দল মিলে এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছে। কিন্তু এ পদ্ধতিতে ভোট হলে আপনারা তো পরিচিত নেতা পাবেন না। অন্য এলাকার লোক এসে আপনাদের এমপি হবে। সে ক্ষেত্রে সেই এমপির আপনাদের জন্য কোন দায়বদ্ধতাও থাকবে না। আর ইসলামেও আছে ব্যক্তি দেখে নেতা নির্বাচন করতে হবে। এ সময় তিনি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন,মাওলানা আইয়ুব আলী বসুনিয়া,মাওলানা নুরুল ইসলাম নাবিল সহ বিভিন্ন আলেমগন। এছাড়াও মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাহিদুল ইসলাম পাটোয়ারী সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে বাঁচতে বড় বড় হেলিকপ্টার...

নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বা...

image

ঈশ্বরগঞ্জে কুপিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল সভাপতি বহিষ্কার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসি...

image

‎গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্...

নিউজ ডেস্কঃ পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের গালভরা গল্প করা...

image

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব: সারজিস

নিউজ ডেস্ক : গত এক বছরে কেউ যদি এক টাকারও অভিযোগ দিতে পারে ত...

image

ভারত নয়, যুক্তরাষ্ট্রেই আছেন জামায়াত নেতা ডা. তাহের

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে যাওয়া জামায়াতে ইসলা...

  • company_logo