• রাজনীতি

ভারত নয়, যুক্তরাষ্ট্রেই আছেন জামায়াত নেতা ডা. তাহের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে যাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ভারতে নয়, এখনও যুক্তরাষ্ট্রেই রয়েছেন। তিনি দেশটির শিকাগো শহরে কিডনিজনিত সমস্যায় চিকিৎসা নিচ্ছেন। আগামী সোমবার দেশে ফিরতে পারেন তিনি। সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডা. তাহের।
  
শনিবার সামাজিকমাধ্যমে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, জামায়াত নায়েবে আমির যুক্তরাষ্ট্র থেকে ভারতের রাজধানী দিল্লীতে গিয়েছেন। সেখানে তাকে স্বাগত জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। জিয়া সাইবার ফোর্সের চেয়ারম্যান পরিচয়ে জিয়াউর রহমান নামের একটি প্রোফাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ডা. তাহের এবং উপেন্দ্র দ্বিবেদীর করমর্দনের ছবি পোষ্ট করা হয়। এতে দাবি করা হয়, শনিবার রাত ৯ টায় দিল্লীর একটি পাঁচ তারকা হোটেলে ভারতের রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবেন ডা. তাহের। 

এই পোস্ট শেয়ার করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না নিজের ভেরিফায়েড প্রোফাইলে লেখেন, ‘মুখে ভারত বিরোধিতা আর তলে তলে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরিতে ব্যস্ত জামায়াত’। 

সমকালের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি। তবে এ তথ্য সামনে আসার পর পোস্টটি ডিলিট করেন মুন্না।

 

 

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান সমকালকে বলেন, একটি দলের নেতাকর্মীরা জামায়াতের বিরুদ্ধে যা তা গুজব ছড়াচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অথচ তারাই জামায়াতের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ আনছেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে শনিবার সকালেও টেলিফোনে কথা হয়েছে। তিনি আগে থেকেই অসুস্থ। যুক্তরাষ্ট্রে গিয়ে জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনি শারীরিকভাবে বেশ দুর্বল হয়েছে পড়েছেন। আশা করা হচ্ছে তিনি ৭ অক্টোবর দেশে ফিরবেন। 
 
উল্লেখ্য, কিডনির রোগে আক্রান্ত ডা. তাহের গত এপ্রিলে যুক্তরাজ্যে চিকিৎসা নেন। গত ২১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের যাত্রার আগের দিনই ভর্তি ছিলেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর শেষে তিনি নিউইয়র্ক থেকে শিকাগো গিয়েছেন। 

 

মন্তব্য (০)





image

‎আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে বাঁচতে বড় বড় হেলিকপ্টার...

নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বা...

image

ঈশ্বরগঞ্জে কুপিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল সভাপতি বহিষ্কার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসি...

image

‎গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্...

নিউজ ডেস্কঃ পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের গালভরা গল্প করা...

image

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব: সারজিস

নিউজ ডেস্ক : গত এক বছরে কেউ যদি এক টাকারও অভিযোগ দিতে পারে ত...

image

আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানাল জাতীয় পার্টি

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জোট গঠন নি...

  • company_logo