
ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।
উদ্বোধনী শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬শ ৬০জন কৃষকের মাঝে ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া এবং বসতবাড়িতে সবজি চাষ উৎপাদনের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানের সভাপতিত্বে এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার তানিয়া তাসনিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত কৃষি অফিসার আবদুল ওয়াহেদ খান বলেন, ঈশ্বরগঞ্জে বহু কৃষক এখন বসতবাড়ির আঙিনায় সবজি চাষে আগ্রহী হচ্ছেন। এই প্রণোদনা তাদের জন্য একটি অনুপ্রেরণা। মাটির গুণাগুণ অনুযায়ী সঠিক ফসল বাছাই, সঠিক সময়ে সারের প্রয়োগ। এই বিষয়গুলো আমরা কৃষকদের শেখাচ্ছি। এর সুফল তারা ইতোমধ্যেই পেতে শুরু করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে অত্যন্ত আন্তরিক। এই প্রণোদনা কর্মসূচি হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানোর একটি বাস্তব উদ্যোগ। আমরা চাই, প্রতিটি কৃষক যেন আধুনিক প্রযুক্তি ও সহায়তা নিয়ে এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, রবি মৌসুমে ফলন বাড়াতে বীজ ও সারের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় মাঠপর্যায়ে কৃষকদের পাশে আছি। আমাদের উদ্দেশ্য শুধু বীজ ও সার দেওয়া নয়, বরং কৃষকদের সচেতন করা যেন তারা উন্নত পদ্ধতিতে চাষাবাদ করে। এজন্য মাঠ পর্যায়ে প্রশিক্ষণও চলমান রয়েছে।###
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন শ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় আকবর ফকির (৬০) নামের এক ই...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে টিকটক অ্যাপের মাধ্...
নিউজ ডেস্কঃ পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিল...
মন্তব্য (০)