• সমগ্র বাংলা

স্বেচ্ছাশ্রমে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী এলাকা থেকে কুলাঘাট ইউনিয়নের বুমকা এলাকায় যাওয়ার সড়কটি সংস্কার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাটের নেতাকর্মীরা।

জানা গেছে,সম্প্রতি ভারী বর্ষণে ওই এলাকার রত্নাই নদীর ওপর নির্মিত সাবরিখানা নামক সেতুর ক্ষতিগ্রস্ত সংযোগ সড়কে বড় বড় গর্তে পরিণত হয়।চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। মোগলহাট ও কুলাঘাট পাশাপাশি দুই ইউনিয়নের সংযোগস্থল সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২৫ হাজার মানুষ চলাচল করে।


দুই ইউনিয়নের জনগণের দুঃখ দুর্দশা লাঘবে জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা এলাকার যুবকদের সঙ্গে নিয়ে নিজ উদ্যোগ এবং নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত সড়কটির সংস্কার করেন। তারা বাঁশ দিয়ে মাটিতে খুটি বসানোর প্রক্রিয়া (পাইলিং ) সম্পন্ন করে ইটের খোয়া,বালুর বস্তা ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করেন। সড়কটি সংস্কারে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি লাঘব হওয়ায় এলাকার মানুষদের প্রশংসা কুড়িয়েছেন জেলার যুবদলের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ও আব্দুর রহমান বলেন,সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে রিকশা, ভ্যান ও ইজিবাইক পড়ে ঘটেছে নানা দুর্ঘটনা। অনেক আহত পথচারী হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য।

ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারীরা বলেন, চলতি বর্ষা মৌসুমে ওই সড়ক দিয়ে বৃষ্টির পানি নেমে যাওয়ার ফলে সড়কটির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়। যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। চরম ভোগান্তিতে পড়েন ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। সড়কটি সংস্কার হওয়ায় বিএনপি'র অঙ্গ সংগঠন যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।


জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বন্যা পরবর্তী রাস্তা মেরামত ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তারা নিজেদের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত সড়কটির সংস্কার কাজ করেছেন। জনদুর্ভোগ লাঘব সহ বৃক্ষরোপণ,খাল পরিষ্কার,মশার উপদ্রব রোধ,মাদক সেবন প্রতিরোধ সহ নানা রকম সচেতনতা মূলক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের এই জনহিতকর কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,বিএনপি জনগণের দল। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে রাস্তাঘাট সংস্কার,বৃক্ষরোপণ, পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সহ নানারকম সামাজিক অপরাধ রোধে কাজ করে যাচ্ছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন শ...

image

৭২ ঘন্টার মধ্যে আকবর ফকির হত্যা রহস্য উন্মোচন করল পুলিশ

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় আকবর ফকির (৬০) নামের এক ই...

image

কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সনদপত্...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ...

image

টিকটক পরিচয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: ফরিদপুরে গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে টিকটক অ্যাপের মাধ্...

image

‎ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে: প্রনয় কুমার ভার্মা

নিউজ ডেস্কঃ পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিল...

  • company_logo