
ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর পৃথক অভিযানে ৫৮ কেজি ৯'শ গ্রাম গাঁজা ও ১টি ট্রাক জব্দসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ৭নং পলাশী ইউপির মদনপুর সাকিনস্থ চা এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে সাদা বস্তার মধ্যে রক্ষিত ২৮ কেজি ৮'শ গ্রাম গাজা ও ১টি ট্রাক জব্দসহ বকুল হোসেন (৩৩), সজিব আহমেদ আকন্দ (২৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপরদিকে অন্য একটি অভিযানে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডের মর্ডান মোড়স্থ মোঃ মনিরুজ্জামানের কনফেকশনারী দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১টি টিভির কার্টন এর মধ্যে রক্ষিত ২০ কেজি ১'শ গ্রাম কেজি গাঁজা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী আয়েশা খাতুন (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও গতকাল রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ান সদর রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় সংলগ্ন রিয়াম শপিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ কবির হোসেন নয়ন (৩০), পিতা-মোঃ নুরনবী হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন শ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় আকবর ফকির (৬০) নামের এক ই...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে টিকটক অ্যাপের মাধ্...
নিউজ ডেস্কঃ পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিল...
মন্তব্য (০)