• সমগ্র বাংলা

খুলনায় যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ—হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীতে অর্ধগলিত অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর ট্যাংক রোড এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা না হত্যাকাণ্ড—সে বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে হত্যা করে সবুজের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের বোন জানান, ট্যাংক রোডের এই বাড়িটি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে খুলনা সদর থানায় মামলাও রয়েছে। তিনি অভিযোগ করেন, এটা আমাদের বাবার বাড়ি। কিন্তু চাচা ও চাচাতো ভাইরা আমাদের এখানে আসতে দেয় না। আমার ভাই সবুজ প্রায়ই আসতো এই বাড়িতে। তখন তারা তাকে মারধর করতো। বুধবার (২৪ সেপ্টেম্বর) সবুজ বাড়ি থেকে বের হয়, এরপর আর খোঁজ পাওয়া যায়নি। পরে খুঁজতে খুঁজতে এই বাড়িতে এসে দেখি তার অর্ধগলিত ঝুলন্ত লাশ। আমার বিশ্বাস, আমার চাচা ও চাচাতো ভাইরা তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে সিআইডি তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার কয়েকজন প্রতিবেশী জানান, বাড়িটি নিয়ে বেশ কিছুদিন ধরেই পারিবারিক দ্বন্দ্ব চলছে। সবুজকে পূর্বে একাধিকবার মারধরের খবরও তারা শুনেছেন। তবে ঘটনার দিন বা রাতের বিষয়ে স্থানীয়রা তেমন কিছু জানাতে পারেননি।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ড না আত্মহত্যা—তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

এদিকে যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন শ...

image

৭২ ঘন্টার মধ্যে আকবর ফকির হত্যা রহস্য উন্মোচন করল পুলিশ

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় আকবর ফকির (৬০) নামের এক ই...

image

কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সনদপত্...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ...

image

টিকটক পরিচয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: ফরিদপুরে গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে টিকটক অ্যাপের মাধ্...

image

‎ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে: প্রনয় কুমার ভার্মা

নিউজ ডেস্কঃ পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিল...

  • company_logo