• সমগ্র বাংলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরুড়ায় মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বরুড়া থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

বরুড়া থানা অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাইন বিল্লাল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া উপজেলা জামায়াতে ইসলামের আমীর মোঃ সাহাদাত হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. তপন ভৌমিক ও সাধারণ সম্পাদক তপন বণিক, সাংবাদিক ইউনিয়ন পরিষদ কুমিল্লার সভাপতি সাংবাদিক দিলীপ মজুমদার এবং বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের যুগ্ম আহবায়ক তাপস লাল দত্ত, সদস্য সচিব রাজিব দত্ত,  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের আহবায়ক বাবু দিক ভৌমিক। 

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাইন বিল্লাল ফেরদৌস বলেন, পূজামণ্ডপগুলোতে শতভাগ সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। মন্দিরের আশপাশে মসজিদ থাকলে নামাজের সময় মাইক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের জন্য আইডি কার্ড ব্যবহার বাধ্যতামূলক। বিদ্যুৎ বিভ্রাট হলে বিকল্প জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। রাত ৮টার মধ্যে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। সভা শেষে পূজা উদযাপন কমিটি, প্রশাসন ও স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন যে, এ বছরও দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। 

মন্তব্য (০)





  • company_logo