• সমগ্র বাংলা

তারেক রহমানের নির্দেশে বগুড়ায় অসহায় ও অসুস্থ ব্যক্তিদের পাশে যুবদল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়াঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাবতলীর পর এবার আদমদিঘীর অসুস্থ ও অসহায় মানুষের দুঁয়াড়ে গিয়ে সহায়তা পৌঁছে দিয়েছে বগুড়ার যুবদল নেতৃবৃন্দ। বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আদমদিঘী, দুপচাঁচিয়া ও সান্তাহার এলাকায় ঘুরে ঘুরে কারো বাড়ীতে ফলের ঝুড়ি আবার কাউকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছেন তারা।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে যুবদলের ধারাবাহিক মানবিক কার্যক্রমের এই ধাপে সহায়তাপ্রাপ্তরা হলেন, কিডনি ও পিত্তথলির রোগে আক্রান্ত সাবেক যুবদল নেতা তালোড়ার মুনছুর রহমান, দুপচাঁচিয়ার শহীদ রামীমের মা রওশন আরা, বয়স ও অসুস্থতার ভারে ক্র‍্যাচে ভর করে চলাফেরা করা আদমদিঘীর আব্দুল আজিজ মাস্টার, রামপুরার অসুস্থ ব্যক্তি তোতা মন্ডল এবং বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে মেরুদন্ড ভেঙে অসুস্থ হয়ে পড়া সান্তাহারের রাকিবুল হাসান চঞ্চল।
তারেক রহমানের পক্ষ থেকে প্রদত্ত সহায়তা পেয়ে এসব অসহায় মানুষদের চোখে ছিল কৃতজ্ঞতা ও আশার আলো। চিকিৎসার খরচে নিঃস্ব হয়ে যাওয়া রাকিবুল হাসান চঞ্চল শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন যেন তিনি বাঁচার শেষ আশাটুকু আবার ফিরে পেলেন। অন্যদিকে সহায়তা প্রাপ্ত সকলেই যুবদল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমানের প্রতি।
মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও আবু হাসান জানান, হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের তৃণমূলের সকল মানুষের কথা চিন্তা করেন তাদের অভিভাবক তারেক রহমান। তারা বলেন, তাদের নেতা নির্দেশ দিয়েছেন সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তৃণমূলের সহায়তা প্রত্যাশী মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে। সেই লক্ষ্যে যাচাই-বাছাই এর মাধ্যমে তারা উপজেলা ভিত্তিক ছুটে যাচ্ছেন তৃণমূলের অসহায় ও অসুস্থ ব্যক্তিদের কাছে যারা দীর্ঘ সময় সহায়তা বঞ্চিত হয়ে আছেন। জেলা যুবদলের এই দুই নেতা বলেন, তারা যখন বিভিন্ন উপহার নিয়ে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন তখন তারা উপলব্ধি করতে পারছেন এই বাংলার মানুষ কি পরিমান ভালবাসে জিয়া পরিবারকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরেই তাদের ভালোবাসা ও ভরসা যেন কেন্দ্রীভূত হয়েছে তারেক রহমানকে ঘিরে। প্রত্যেকেই যেন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে তার দেশে ফেরার। আর তিনি যেহেতু বগুড়ার সন্তান তাই তাকে ঘিরে বগুড়ার সাধারণ মানুষের ভালোবাসা ও আগ্রহ বরাবরই কিছুটা বেশি। যুবদলের ইতিবাচক এই কাজের ধারা অব্যাহত রাখতে তারা সকলের দোয়া কামনা করেছেন।

মন্তব্য (০)





  • company_logo