
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে আগামী চার বছরে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় যুক্তরাজ্য সফরের প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার এক পোস্ট থেকে জানা গেছে এ তথ্য।
পোস্টে সত্য নাদেলা লিখেছেন, আমরা আটলান্টিকের দুই প্রান্তের মানুষ ও ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই আজ আমরা যুক্তরাজ্যে চার বছরে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছি, যার মধ্যে দেশের বৃহত্তম সুপারকম্পিউটার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিনিয়োগের অর্ধেক অর্থাৎ ১৫ বিলিয়ন ডলার ব্যয় করা হবে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সম্প্রসারণে। গবেষণা ও বাণিজ্যিক উভয় খাতের কার্যক্রমে সহায়তা দেওয়া হবে এর আওতায়।
এদিকে রাষ্ট্রীয় সফরের শেষদিন অর্থাৎ, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার কান্ট্রি রেসিডেন্সে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ট্রাম্পের এই সফরে আলোচনার মধ্য দিয়ে উচ্চপ্রোফাইল চুক্তি সম্পাদনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে থাকা যুক্তরাজ্য সরকার আশা করছে, তাদের প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবন বাড়াতে সহায়ক হবে এসব চুক্তি।
লন্ডনের ডিজিটাল কর নিয়ে সাম্প্রতিক উত্তেজনা এবং মার্কিন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের শুল্ক হুমকি থাকা সত্ত্বেও ব্রিটেনে বড় ধরনের বিনিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে মাইক্রোসফটসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের এআই সূচক অনুযায়ী, গত এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তায় বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য গন্তব্যে পরিণত হয়েছে যুক্তরাজ্য। তবে, এ খাতে দেশটি এখনও যুক্তরাষ্ট্র ও চীনের পেছনে রয়েছে। একই দিনে গুগলও ঘোষণা করেছে, আগামী দুই বছরে ৫ বিলিয়ন পাউন্ড (৬ দশমিক ৮ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে তারা।
নিউজ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান ট...
নিউজ ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ ...
নিউজ ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বাড়ানোর দাবি...
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের একটি বিশেষ ব্র্যান্ড বিশ্ব...
নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরাইলি হামলায়...
মন্তব্য (০)