• স্বাস্থ্য

মাগুরায় “স্বাস্থ্য সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা” শীর্ষক আলোচনা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: শালিখা উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে আজ এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “স্বাস্থ্য সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা” শীর্ষক এ অনুষ্ঠানে পল্লী চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ গোলাম আজম।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সমন্বয়ক ও যশোর জেলা সভাপতি মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, খুলনা বিভাগের যুগ্ম-সমন্বয়ক ও যশোর জেলা সাধারণ সম্পাদক মোঃ সেলিম, মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ রাজিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান বিশ্বাস।

‎সভাপতিত্ব করেন শালিখা উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম (মন্টু)।
‎স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল মারুফ।

‎বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পল্লী চিকিৎসকরা দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার প্রথম সারির যোদ্ধা। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা অপরিসীম। সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে তাঁরা গ্রামীণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আরও কার্যকর অবদান রাখতে পারবেন।

‎প্রধান অতিথি ড. আলী আফজাল তাঁর বক্তব্যে বলেন— “পল্লী চিকিৎসকদের আরও দক্ষ করে গড়ে তোলা সময়ের দাবি। মানুষের সেবায় তাঁদের কাজ সমাজে এক অনন্য উদাহরণ।”

‎অনুষ্ঠানের শেষে সভাপতি মোঃ রফিকুল ইসলাম (মন্টু) ধন্যবাদ জ্ঞাপন করে বলেন— “এ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন উদ্যমে মানবসেবার ব্রত গ্রহণ করলাম। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।”

‎অনুষ্ঠানে পল্লী চিকিৎসকরা মানবসেবায় নিজেদের সর্বোচ্চ দিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ‎দিনব্যাপী এ আয়োজন স্থানীয় এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

মন্তব্য (০)





  • company_logo