• স্বাস্থ্য

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: আগামী মাসের ১২তারিখ থেকে দেশব্যাপী শুরু হবে টাইফয়েড ভ্যাক্সিনেশন কার্যক্রম। টাইফয়েড ভ্যাক্সিন খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা। ইদানিং টাইফয়েড জ¦র প্রকট আকার ধারণ করেছে। এমন ক্ষতিকর রোগ প্রতিরোধে সরকার বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সেই সিদ্ধান্তকে মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগরে ক্যাম্পেইনের সমন্বয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। সভায় টিকাদানের সার্বিক বিষয় তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর)।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, শিক্ষা কর্মকর্তা, অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গনমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় ৯বছর থেকে ১৫বছরের সকল ছেলে-মেয়েরা এই টিকা পাবে। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্দিষ্ট দিন ও সময়ে এই টিকাদান কার্যক্রম চালানো হবে।

এছাড়া এই টিকাদান কার্যক্রম চলাকালীন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্দিষ্ট বয়সের ছেলে-মেয়েরা টিকা গ্রহণ করতে পারবে। উপজেলায় টাইফয়েড টিকার মোট লক্ষ্যমাত্রা ৪০৭৫১জন। এরমধ্যে স্কুলের শিক্ষার্থী (প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়) ২৯৫০৩জন। কমিউনিটি ১১২৪৮জন। মোট ছেলে ২০৮৬১ ও মোট মেয়ে ১৯৮৯০জন। ইতিমধ্যেই ৩হাজারের বেশি রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। প্রতিদিন ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই টিকা অবশ্যই ভরা পেটে গ্রহণ করাসহ নানা বিষয় সভায় তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সরকারের এমন সিদ্ধান্ত সত্যিই যুগান্তকারী। আগামীতে একটি সুস্থ্য প্রজন্ম বিনির্মাণ করতে এই টাইফয়েড টিকাদানের কোন বিকল্প নেই। ইতিমধ্যেই উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে টিকাদান কার্যক্রম শতভাগ সফল করার লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা সম্পন্ন করা হয়েছে। এছাড়া এই টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের বেশি বেশি সচেতন করার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনাও প্রদান করা হয়েছে। একটি ছেলে কিংবা মেয়ে যেন এই টিকাদানের কার্যক্রম থেকে বাদ না পড়ে এবং টিাকাদান কার্যক্রম শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকলে বদ্ধপরিকর বলে তিনি জানান।

মন্তব্য (০)





image

‎ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...

image

‎স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কসমিক এন্টারপ্রাইজ ও বডিটেক মে...

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গ...

image

একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়...

image

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও মেটলাইফের মধ্যে স্বাস্থ্...

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল এবং মেটলাইফ...

image

‎স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্...

নিজস্ব প্রতিবেদকঃ “স্বাস্থ্যসেবা উন্নয়নে ফিজিওথে...

  • company_logo