
ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল এবং মেটলাইফ একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে মেটলাইফের কর্মচারী ও সম্মানিত গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করা হবে।
এই চুক্তির আওতায়, যোগ্য সদস্যরা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে বিভিন্ন সেবায় ২৫% বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে আউটডোর পরামর্শ ফি, ইনডোর বিভাগীয় সেবা এবং প্যাথলজি পরীক্ষাসমূহ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ডা. এম ইয়াছিন আলী এবং মেটলাইফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও মি. আলা উদ্দিন, যারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিস নুরেন দুরদানা ইপা এবং কাস্টমার সার্ভিস ম্যানেজার মি. নুরনবী জিন্নাত রনি। মেটলাইফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও সিএমও মি. সৈয়দ এম নওফেল আনোয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও সিএএসও মি. মো. লুৎফর রহমান, ম্যানেজার মিস শিউলি আখতার, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই কৌশলগত সহযোগিতার লক্ষ্য হলো মেটলাইফের কর্মচারী, গ্রাহক এবং তাদের পরিবারকে মানসম্মত স্বাস্থ্যসেবা সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা, যা কমিউনিটির সার্বিক কল্যাণে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...
নওগাঁ প্রতিনিধি: আগামী মাসের ১২তারিখ থেকে দেশব্যাপী শুরু হবে...
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গ...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়...
নিজস্ব প্রতিবেদকঃ “স্বাস্থ্যসেবা উন্নয়নে ফিজিওথে...
মন্তব্য (০)