
ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ভরসা সরকারি হাসপাতাল। সামান্য টাকায় চিকিৎসা পাওয়ার সুযোগই তাদের এসব হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর অনিয়মের তথ্য।
অভিযোগ উঠেছে, হাসপাতালের বহির্বিভাগে তিন টাকার টিকিটের বদলে নিয়মিতভাবে পাঁচ টাকা আদায় করা হচ্ছে। ভাঙতি না থাকার অজুহাতে রোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। দীর্ঘদিন ধরে এ অনিয়ম চললেও কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই বলে অভিযোগ।
প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। এর মানে প্রতিদিন প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, মাস শেষে ৩০ থেকে ৩৬ হাজার টাকা এবং বছরে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা রোগীদের কাছ থেকে বাড়তি আদায় করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কাউন্টারে ইমতিয়াজ ও হারাধন নামে দুই ব্যক্তি রোগীদের টিকিট দিচ্ছেন। তারা প্রত্যেক রোগীর কাছ থেকে পাঁচ টাকা নিচ্ছেন। যদিও তারা দাবি করেন—“ভাঙতি না থাকার কারণেই পাঁচ টাকা নেওয়া হচ্ছে।”
শুধু বহির্বিভাগেই নয়, অভিযোগ আছে জরুরি বিভাগেও রোগীর স্বজনদের কাছ থেকে ১-২ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। দায়িত্বে থাকা কর্মচারীর মাধ্যমে কর্তব্যরত চিকিৎসকেরা এ অর্থ আদায় করছেন বলে জানা গেছে।
স্থানীয় রওশন আক্তার অভিযোগ করে বলেন, “দশ টাকা দিলে তারা একটি টিকিট দিয়ে মাত্র পাঁচ টাকা ফেরত দিয়েছে।” একই অভিজ্ঞতার কথা জানান পদুয়া, মাদার্শা ও ঢেমশা ইউনিয়নের রোগীরাও।
সুশীল সমাজের প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন, “তিন টাকার টিকিট পাঁচ টাকা নেওয়া মানে শুধু অনিয়ম নয়, এটি প্রতারণা। প্রতি বছর লাখ লাখ টাকা এভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, “ভাঙতি না থাকার কারণে পাঁচ টাকা নেওয়া হচ্ছে। তবে কেউ ভাঙতি দিলে তিন টাকাই রাখা হয়। জরুরি বিভাগে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি আমার জানা নেই।”
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “তিন টাকার বেশি নেওয়ার সুযোগ নেই। ভাঙতি না থাকার অজুহাতে বাড়তি টাকা নেওয়া অনিয়ম। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”
নিউজ ডেস্ক : প্রায় সাত দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সংস...
নজরুল ইসলাম রাজু, রংপুরঃ র...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে...
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও বাংলাদেশ ...
নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুর প্রকোপ ...
মন্তব্য (০)