
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। মনে শিরোপার স্বপ্ন আছে, তবে আপাতত নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হংকং নিয়েই ভাবতে চায় দল। প্রতিপক্ষ ‘সহজ’ হলেও বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ বলেই হয়তো, নিয়মিত মুখদের নিয়েই মাঠে নামতে পারে আজ।
আবুধাবিতে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই ম্যাচে মাঠে নামবে দল। যখন মাঠে নামবে, তখন দলের সঙ্গী হবে টানা তিন সিরিজ জেতার আত্মবিশ্বাস। সেটাকে মাঠের পারফর্ম্যান্সে প্রতিফলিত করে এশিয়া কাপেও শুরুটা দারুণভাবে করতে চায় লিটন দাস অ্যান্ড কোং।
এই ম্যাচে বাংলাদেশ দুই স্পিনার ও তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে। দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান থাকছেন, তা নিয়ে সন্দেহ নেই; তৃতীয় পেসার হিসেবে তানজিম হাসান সাকিব থাকতে পারেন একাদশে। দুই স্পিনার হলেন শেখ মাহেদি ও রিশাদ হোসেন।
ব্যাটিংয়ে টপ অর্ডার নিয়ে বাংলাদেশ কিছুটা নির্ভার। সেখানে তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন ফর্মে আছেন, লিটন দাসের ব্যাটেও রান আসছে নিয়মিত। তবে মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা খানিকটা রয়েই যাচ্ছে। কারণ নিয়মিত চারে নামেন যিনি, সেই তাওহীদ হৃদয় ফর্মে নেই অনেক দিন হলো। তাকে বাদ দিয়ে সেখানে নেদারল্যান্ডস সিরিজে পারফর্ম করা সাইফ হাসানকে ঢোকানোর একটা সম্ভাবনা আছে। ব্যাটিং অর্ডারের বাকি দুই জায়গা দখল করবেন জাকের আলী ও শামীম পাটোয়ারী। সাইফ আর শামীমকে একাদশে রাখলে বাড়তি দুটো বোলিং অপশনও পাবেন অধিনায়ক লিটন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
স্পোর্টস ডেস্ক: রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে...
স্পোর্টস ডেস্ক: কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্...
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্ল...
স্পোর্টস ডেস্ক : গতকাল আরব আমিরাতে শুরু হয়েছে এশিয়া অঞ্চলের সেরা টুর্নাম...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও নতুন ইতিহাস লিখলেন। হা...
মন্তব্য (০)