• খেলাধুলা

প্রথমবারের মতো নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় প্রথমবারের মতো শুরু হলো তিনদিন ব্যাপী সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্ট। মঙ্গলবার সকালে জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ পৌর প্রশাসক টি.এম.এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলা দল, একটি পৌর সভা দল, জেলা প্রশাসনের অফিসার্স ক্লাব দল ও স্থানীয় দুইটি ক্লাবের দলসহ মোট ১৫টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রাণীনগর উপজেলা দল ২০ রানে নওগাঁ সদর উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। উদ্বোধনী ম্যাচে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় রাণীনগর উপজেলা দলের খেলোয়ার আল আমীন। আগামী ১১ সেপ্টেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ার বলেন নতুন প্রজন্মের অধিকাংশ তরুনরাই ক্রিকেট প্রেমী। নওগাঁর ক্রিকেট প্রেমীরা সিক্স-এ-সাইড ক্রিকেট সম্পর্কে জানে না। সিক্স-এ-সাইড ক্রিকেটের সঙ্গে এই অঞ্চলের ক্রিকেটপ্রেমীদের পরিচয় করে দিতেই মূলত এই আয়োজন। আর বিশেষ করে নওগাঁর মাঠ থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন খেলাকে নতুন করে মাঠে ফিরিয়ে এনে খেলোয়ার ও খেলাপ্রেমীদের মাঠমুখি করতে এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য প্রতিটি খেলার একটি শক্তিশালী নওগাঁর দল বিনির্মাণে প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খেলোয়ারদের খুঁজে বের করে আনতেই মূলত এমন ধারাবাহিক আয়োজন করা। ইতিমধ্যেই চ্যাম্পিয়নশীপের জন্য জেলা প্রশাসক গোল্ডকাপের মাধ্যমে একটি শক্তিশালী জেলা ফুটবল দল গঠন করা হয়েছে। ভলিবলের টুর্ণামেন্ট চলমান রয়েছে এবার ক্রিকেট পর্ব চলছে। নওগাঁর হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনকে পুনরায় চাঙ্গা করতে জেলা প্রশাসনের এমন আয়োজন আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান এই প্রধান কর্মকর্তা।

মন্তব্য (০)





image

‎রংপুর স্টেডিয়ামের নতুন নাম শহীদ আবু সাঈদ স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক: রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে...

image

নেপাল থেকে নিরাপদে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল

স্পোর্টস ডেস্ক: কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্...

image

সিপিএলের প্লে-অফে সাকিবের অ্যান্টিগা

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্ল...

image

এশিয়া কাপের শুরুতে কেমন একাদশ নিয়ে নামবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নাম...

image

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে অশ্বিনের মন্তব্য

স্পোর্টস ডেস্ক : গতকাল আরব আমিরাতে শুরু হয়েছে এশিয়া অঞ্চলের সেরা টুর্নাম...

  • company_logo