• খেলাধুলা

নওগাঁর জুলাই স্মৃতি ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামী ১৯ সেপ্টেম্বর

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ছিলো নওগাঁর ভলিবল দল। এক সময় দেশজুড়ে সুনাম ছিলো নওগাঁর ভলিবল দলের। স্বর্ণালী সময় পার করেছে নওগাঁর ভলিবল দল। এরপর অজানা নানা কারণে ও পৃষ্ঠপোষকতার অভাবে ভলিবলের মাঠ থেকে হারিয়ে যায় নওগাঁর ভলিবল দল।

আবার নতুন করে এই ভলিবলের খেলাকে নওগাঁর মাঠে ফিরে আনার লক্ষ্যে গত ১সেপ্টেম্বর থেকে শুরু হয় জুলাই স্মৃতি ভলিবল টুর্ণামেন্ট। গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়া টুর্ণামেন্টের ৫সেটের ফাইনাল খেলা অমীমাংসিত হওয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) পুনরায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা। এদিন খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার, প্রাইজমানি ও ট্রফি তুলে দেওয়া হবে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে ফাইনাল খেলায় বয়েজ ল্যাবরেটরি ক্লাব বোয়ালিয়া ও তরুন সংসদ ক্লাব সুলতানপুর অংশ গ্রহণ করে। খেলার ৩সেটে গিয়ে পয়েন্ট নিয়ে দুই দলের খেলোয়ারদের মাঝে বাক-বিতন্ডার সৃষ্টি হলে দুই দলের কর্তৃপক্ষ ও খেলোয়ারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় বহুদিন পর ভলিবল খেলা দেখতে শহরের নওযোয়ান মাঠে বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার শত শত খেলা প্রেমীরা ভীড় করেন।

সূত্রে জানা নব্বই দশক জুড়ে দেশব্যাপী নওগাঁর ভলিবল দলের সুনাম ছিলো। নব্বইদশকের শেষের দিকে এসে নানা অজানা কারণে ভলিবলের মাঠ থেকে হারিয়ে যায় নওগাঁর ভলিবল দল। এক সময়ের মাঠ কাঁপানো নওগাঁর ভলিবল খেলোয়াররা জীবিকার তাগিদে পেশা বদল করতে বাধ্য হোন। নওগাঁর হারিয়ে যাওয়া খেলাধুলাকে নতুন করে মাঠে ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে খেলামুখি করতে উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। ইতিমধ্যেই তিনি প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। তারই ধারাবাহিকতায় হারিয়ে যাওয়া এক সময়ের নওগাঁর ঐতিহ্যবাহী ভলিবল খেলাকে নতুন করে মাঠে গড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।  গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহ্যবাহী নওযোয়ান মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয় এই ভলিবল টুর্ণামেন্ট।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল জানান হারিয়ে যাওয়া নওগাঁর সকল খেলাকে পুনরায় মাঠে ফেরাতে এবং যুব সমাজকে খেলামুখি করতে, খেলোয়ার ও দর্শকদের নতুন করে খেলার মাঠমুখি করতে জেলা ক্রীড়া সংস্থা বদ্ধপরিকর। নওগাঁর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরায় চাঙ্গা করতে গৃহিত সকল পরিকল্পনা ধারাবাহিক ভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। অনেক বছর পর আয়োজিত ভলিবল টুর্ণামেন্ট তারই একটি অন্যতম অংশ। এমন আয়োজনের কারণে বিকেলের কিছুটা সময় সকল শ্রেণিপেশার মানুষরা খেলা দেখতে মাঠে ভীড় করছেন এটাই তো এই আয়োজনের সার্থকতা।

তিনি আরো বলেন প্রথমবারের মতো নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের জন্য নওগাঁর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী খেলোয়ারদের খুজে বের আনতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই বহুবছর পর প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপের আয়োজনের মাধ্যমে অনেকগুলো মেধাবী ফুটবল খেলোয়ারকে বের করে আনা হয়েছে। নওগাঁর ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করে তুলতে ও জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগতায় নওগাঁর নেতৃত্ব প্রদানকারীদের খুুঁজে বের করে আনতে আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান জেলার এই প্রধান কর্মকর্তা।

মন্তব্য (০)





image

‎রংপুর স্টেডিয়ামের নতুন নাম শহীদ আবু সাঈদ স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক: রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে...

image

নেপাল থেকে নিরাপদে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল

স্পোর্টস ডেস্ক: কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্...

image

সিপিএলের প্লে-অফে সাকিবের অ্যান্টিগা

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্ল...

image

এশিয়া কাপের শুরুতে কেমন একাদশ নিয়ে নামবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নাম...

image

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে অশ্বিনের মন্তব্য

স্পোর্টস ডেস্ক : গতকাল আরব আমিরাতে শুরু হয়েছে এশিয়া অঞ্চলের সেরা টুর্নাম...

  • company_logo