• সমগ্র বাংলা

কালিয়াকৈরে ‘লাশের গুঞ্জন’, প্যাকেট খুলে মিলল ভিন্ন চিত্র

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকায় বৃহস্পতিবার সকালে এক রহস্যময় প্যাকেট ঘিরে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে, জঙ্গলের ভেতরে একটি পলিথিনে মোড়ানো লাশ ফেলে রাখা হয়েছে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড় জমে যায় ঘটনাস্থলে।

সকালে প্রথমে কয়েকজন কৃষক জঙ্গলের ভেতরে বড় আকৃতির একটি প্যাকেট দেখতে পান। দূর থেকে দেখে তাদের সন্দেহ হয় এটি মানুষের দেহ। দ্রুত খবর ছড়িয়ে পড়ে চারপাশে। অনেকে ভয়ে কাছে না গিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি উদ্ধার করে। পরে জনসম্মুখে পলিথিন কেটে ভেতরের বস্তু বের করলে দেখা যায় সেখানে রয়েছে একটি মৃত কুকুর। এ দৃশ্য দেখে উপস্থিত জনতা স্বস্তির নিশ্বাস ফেললেও অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে মৌচাক ফাড়ির পুলিশ পাঠিয়েছি। প্যাকেট খুলে দেখা যায় ভেতরে কুকুরের মৃতদেহ। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ হয়তো মৃত প্রাণীটি ফেলে রেখেছিল। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

এ ঘটনার পর স্থানীয়রা জানান, “প্যাকেটের আকার দেখে আমরা ভেবেছিলাম সত্যিই হয়তো কোনো খুন হয়েছে। ভয়ে অনেকে কাছে যাইনি। পরে পুলিশ এসে সব পরিষ্কার করে দিলে আমরা নিশ্চিন্ত হই।”

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে “কালিয়াকৈরে লাশ পাওয়া গেছে” খবরটি। পরে সত্যতা জানাজানি হলে তা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়। তবে এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আতঙ্ক তৈরি না করে সে জন্য জনসচেতনতা জরুরি।

মন্তব্য (০)





image

মিরসরাইতে বনবিভাগের জব্দকৃত বালি পূণরায় প্রতিস্থাপন

চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইতে ১নং করেরহাট ইউনিয...

image

চাটমোহরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া...

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্র...

image

জামালপুরে গণপিটুনিতে চোর নিহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে চুরি করতে গিয়ে গণপ...

image

কিশোরগঞ্জে শোলাকিয়া, মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : মাদককে না বলি, নেশা মুক্ত সমাজ গড়ি এ ...

image

বগুড়ায় নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

বগুড়া প্রতিনিধি: সারা দেশের ন্যায় বগুড়াতেও আনন্দ ও উৎসবমুখর ...

  • company_logo