• সমগ্র বাংলা

মিরসরাইতে বনবিভাগের জব্দকৃত বালি পূণরায় প্রতিস্থাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইতে ১নং করেরহাট ইউনিয়নের গেড়ামারা বড়থলি এলাকায় করেরহাট বিট এর বিভিন্ন মামলায় জব্দকৃত এক লক্ষ ২৫০ ঘনফুট জব্দকৃত বালি প্রতিস্থাপন করা হয়। 

(সংশোধিত ২০০০ সন) ১৯২৭ সন এর বন আইনে ৮ জনের নাম উল্লেখ সহ আরো ২০-৩০ জন অজ্ঞাত করে অসমীদের বিরুদ্ধে পি ও আর মামলা দায়ের করা হয়। 

গত ৬ আগস্ট চট্টগ্রাম বন আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জব্দকৃত বালি প্রতিস্থাপন করার রায় ঘোষণা করেন। শনিবার দুপুরে করেরহাট ইউনিয়নের গেড়ামারা বড়থলি এলাকায় করেরহাট সহকারী বন সংরক্ষক হারুন উর রশীদ এর সার্বিক তত্ত্বাবধানে জোরারগঞ্জ, মিরসরাই এবং করেরহাট রেঞ্জের আওতাধীন সকল বিটের বিট কর্মকর্তা, কর্মচারী সহ জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় লক্ষী ছড়া আশে পাশে জব্দকৃত বালি প্রতিস্থাপন কার্যক্রম সম্পন্ন করা হয়।

পাহাড় কেটে বালু উত্তোলন ৮ জনের নাম উল্লেখ সহ আরো ২০-৩০ জন অজ্ঞাত করে পি ও আর মামলা। গত ৬ আগস্ট চট্টগ্রাম বন আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জব্দকৃত বালি প্রতিস্থাপন করার রায় ঘোষণা। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক হারুন উর রশীদ।

মন্তব্য (০)





  • company_logo