• সমগ্র বাংলা

হজ্জ উপলক্ষে বগুড়ায় সায়েম ট্রাভেলস'র হাজী সম্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : আসন্ন ২০২৬ সালের পবিত্র হজ্জ কে সামনে রেখে বগুড়া শেরপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার দিনব্যাপী উত্তরবঙ্গের সর্বপ্রথম হজ্জ ট্রাভেলস্ এজেন্সি সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনাল এর আয়োজনে প্রায় ৫ শতাধিক হাজীর অংশগ্রহণে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আসন্ন হজ্বকে সামনে রেখে করণীয় ও নিজেদের প্রতিষ্ঠানের সেবাসমূহ তুলে ধরেন সায়েম ট্রাভেলস এর সত্ত্বাধিকারী মক্কা প্রবাসী মো: আব্দুল মান্নান। এসময় তিনি বলেন, প্রতিবছর অসংখ্য হজ্জ যাত্রী দালাল কিংবা নাম সর্বস্ব এজেন্সির খপ্পরে পড়ে প্রতি পদে পদে হয়রানির শিকার হন যা দু:খজনক। এছাড়াও পাসপোর্ট জটিলতাসহ নানা তথ্য বিভ্রান্তিতে হজ্জ পালনের জন্যে যেতে পারেননি অনেক সম্মানিত হাজী। আসন্ন হজ্জে যেন কেউ কোন জটিলতায় না পড়েন তাই তারা পর্যায়ক্রমে এই মতবিনিময় সভার আয়োজন করছেন। মান্নান বলেন, সরকার নির্ধারিত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তারা উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া থেকে মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়াও হাজীদের চাহিদা ও সাধ্য অনুযায়ী সব ধরণের প্যাকেজের সুবিধা তাদের কাছে থাকবে প্রতি বছরের ন্যায়।
সম্মেলনে আসা অভিজ্ঞ হাজীদের মাঝে অনেকে বলেন, বিভিন্ন ভূইফোঁড় প্রতিষ্ঠানের কম দাম আর মিথ্যা প্রতিশ্রুতির চটকদার বিজ্ঞাপনে প্রলোভিত হয়ে প্রতি বছর হাজীরা নানাভাবে প্রতারিত হয়। যেহেতু সায়েম ট্রাভেলস দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান তাই নিশ্চিন্তে দ্রুততম সময়ে রেজিস্ট্রেশন করার জন্য তারা হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের আহবান জানান। তারা বলেন, পবিত্র হারাম শরীফ থেকে মাত্র ৩০০ মিটার থেকে ১ হাজার মিটারের মধ্যে উক্ত এজেন্সির রয়েছে নিজস্ব স্থায়ী আবাসন ব্যবস্থা যা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়াও প্রতিদিন মসজিদে হারামে তাহাজ্জুদসহ ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার সুযোগ প্রাপ্তি পরম সৌভাগ্যের বিষয়।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য খন্দকার মো: মাহবুবুর রহমান হারেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আব্দুল হাই বারী, শেরপুর কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো: মাসউদুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক তোহিদুর রহমান বাচ্চু, আড়িয়া ইউনিয়ন হাজী সমিতির সাধারণ সম্পাদক ছমির উদ্দিন, গাড়িদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুস ছাত্তার, আল হারামাইন হাজী ফাউন্ডেশন শেরপুরের সভাপতি আব্দুস সালাম, জোরখালি ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক শফিকুল ইসলাম আনছারী প্রমুখ। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের পরিচালক যথাক্রমে আ: রব রায়হান এবং রেদওয়ান রাকিব।
এ সময় সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম সুরুজ, আইটি ব্যবস্থাপক জুয়েল আহমেদ, ব্যবস্থাপক (সেলস) আব্দুল খালেক হিরা, আইটি এক্সিকিউটিভ আলভী মেহেদী হাসান সাকিব, মোহাম্মদ সাজুসহ বাংলাদেশ ও সৌদি আরবে কর্মরত প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এদিকে পবিত্র হজ্জ উপলক্ষে সঠিক তথ্য প্রচার এবং সহযোগিতার নিমিত্তে এমন আয়োজনের প্রশংসা করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে আসা হজ্জে যেতে ইচ্ছুক হাজীরা ।
 

মন্তব্য (০)





image

চাটমোহরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া...

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্র...

image

জামালপুরে গণপিটুনিতে চোর নিহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে চুরি করতে গিয়ে গণপ...

image

কিশোরগঞ্জে শোলাকিয়া, মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : মাদককে না বলি, নেশা মুক্ত সমাজ গড়ি এ ...

image

বগুড়ায় নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

বগুড়া প্রতিনিধি: সারা দেশের ন্যায় বগুড়াতেও আনন্দ ও উৎসবমুখর ...

image

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজাকে হত্যার পরিকল্পনা করেন চাচা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের ...

  • company_logo