
ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধি : মাদককে না বলি, নেশা মুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্য কে সামনে রেখে শোলাকিয়া বাসির উদ্যোগে ও শোলাকিয়া ফাউন্ডেশনের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার ২নং ওয়ার্ড শোলাকিয়া কানিকাটা জামে মসজিদ মাঠে প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় মো: আব্দুর রাশিদ মিয়ার সভাপতিত্বে ও মো: জোবায়ের হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শোলাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শফিউল্লা, শোলাকিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মাহদী হাসান সানবিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আহসান মোস্তফা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের কাছে তালিকা আছে অচিরেই চিরুনী অভিযান পরিচালনা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে মাদকের ব্যাপারে কোন ছাড়নয়, মাদকসেবী ও মাদক বিক্রেতার প্রশ্নে কোন তদবির সুপারিশ চলবে না। সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মাদক নির্মুলে প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলে প্রত্যেক পরিবার, সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোরগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থাকলে মাদক ব্যবসায়ী, সেবনকারী যেই হোক না কেন একশো হাত নিচে থাকলেও তাদের উঠিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ, মাদককে কিশোরগঞ্জ থেকে জিরো ট্রলারেন্স ঘোষণা করছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী মজিবুর রহমান বকুল, মো: হাফিজুর রহমান, আবু সাঈদ, সাংবাদিক মো: ফারুকুজ্জামান সাংবাদিক মো: আশরাফ আলী, নুরুল ইসলাম মাস্টার, মো: রতন মিয়া, রিপন মিয়া সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইতে ১নং করেরহাট ইউনিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্র...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে চুরি করতে গিয়ে গণপ...
বগুড়া প্রতিনিধি: সারা দেশের ন্যায় বগুড়াতেও আনন্দ ও উৎসবমুখর ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের ...
মন্তব্য (০)