• লিড নিউজ
  • জাতীয়

জমি রক্ষায় কৃষি আইন উন্নয়ন করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষিজমি রক্ষায় খুব দ্রুত কৃষি আইন উন্নয়ন করা হচ্ছে। যাতে কৃষিজমি নষ্ট করে কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে না উঠতে পারে। এ আইনে কৃষিজমি সুরক্ষা হবে। 

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্পের আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোর উদ্বোধনকালে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, এখন থেকে এলজিইডি কৃষকদের জমির ওপর দিয়ে নতুন রাস্তা করলে তার উপযুক্ত মূল্য দিতে হবে। রোডস অ্যান্ড হাইওয়ে জমি নিলে তিনগুণ দাম দিতে হবে।

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে দেশব্যাপী একশ মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে। যাতে কৃষক ও ভোক্তারা সুবিধা পান। উপদেষ্টা কৃষকদের মধ্যস্বত্বভোগীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

খোলামেলা আলাপকালে কৃষকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রযুক্তির নির্ভর হওয়ায় কৃষকদের কর্মসংস্থান কমে যাচ্ছে। তারাও অনেকটা অলস হয়ে যাচ্ছে। তাই কৃষকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে সরকার কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার সমন্বয় করছেন।

কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে কৃষি জমির জলাবদ্ধতা ও সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত খালটি দূষণ ও দখল মুক্ত করার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন উপদেষ্টা।

কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- মো. হারুন শেখ, জাহাঙ্গীর আলম, শেখ রায়হান, সাইফুল ইসলাম ও কহিনুর ইসলাম প্রমুখ।

 এ সময় উপস্থিত ছিলেন- কৃষি অধিদপ্তরের সচিব এমদাদুল হক, কৃষি সম্প্রসারণ সচিব সাইদুল আনম, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, কৃষি বিভাগের পরিচালক ড. মো. এমদাদুল্লাহ মিয়ান, পরিচালক সরেজমিন উইং এমদাদুর রহমান মণ্ডল, জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, জেলা পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, জেলা কৃষি অফিসার রবি আহনুর আহমেদ, সিংগাইর উপজেলা নির্বাহী কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি অফিসার হাবিবুল বাশার ও থানার ওসি জেওএম তৌফিক আজম প্রমুখ।

 

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ-মেক্সিকো একই মূল্যবোধে বিশ্বাসী: রাষ্ট্রদূত মুশ...

নিউজ ডেস্কঃ দূরত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশ ও মেক্সিকো এক...

image

নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন: উপদেষ্টা...

নিউজ ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শার...

image

সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ অনুদান বৃদ্ধি করল সরকার

নিউজ ডেস্ক : সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ সুবিধা সম্প্রসারণ করেছে...

image

বিদ্যুৎ খরচ কমাবেন যে কৌশলে

নিউজ ডেস্ক : প্রতিদিনের ঘরের কাজ সহজ করতে আমরা অনেক বিদ্যুৎ ব্যবহার করে ...

image

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক কাল

নিউজ ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সি...

  • company_logo