
ফাইল ছবি
নিউজ ডেস্ক : সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ সুবিধা সম্প্রসারণ করেছে সরকার। জটিল ও ব্যয়বহুল রোগের জন্য চিকিৎসা অনুদান দুই লাখ টাকা থেকে বৃদ্ধি করে তিন লাখ টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য অনুদান ৪০ হাজার থেকে বেড়ে হয়েছে ৬০ হাজার টাকা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে কর্মচারী কল্যাণ বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব তাসলিমা আলী।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। কর্মচারীদের পরিবারের সদস্য প্রয়াণে দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়া, যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ থেকে বৃদ্ধি করে তিন লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মাসিক কল্যাণ ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে, বরাদ্দকৃত অর্থ এবং নিজস্ব রিসোর্সের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে। অতিরিক্ত বরাদ্দের দাবি করা যাবে না। এছাড়া অনুদান প্রদানে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং সব ধরনের আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সরকারি কর্মচারীরা আশা করছেন, এ বৃদ্ধির ফলে তাদের চিকিৎসা ও কল্যাণ সুবিধা আরও সুরক্ষিত হবে।
নিউজ ডেস্ক : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জ...
নিউজ ডেস্কঃ দূরত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশ ও মেক্সিকো এক...
নিউজ ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শার...
নিউজ ডেস্ক : প্রতিদিনের ঘরের কাজ সহজ করতে আমরা অনেক বিদ্যুৎ ব্যবহার করে ...
নিউজ ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সি...
মন্তব্য (০)