
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী অক্টোবরের শুরুতেই। এর আগে আর ২ মাসও সময় নেই। ঠিক এই সময় এসে নির্বাচন নিয়ে তোরজোড় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।
এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা বিসিবি থেকে আসেনি। বরং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার আলোচনাগুলোই করছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।
এমন পরিস্থিতিতে অ্যাডহক কমিটি গঠনের শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। বিসিবি নির্বাচন যথাসময়ে হবে না, এমন প্রমাদও গুণছেন সংগঠকরা। এ বিষয়ে সংবাদ সম্মেলনও করেছে ঢাকা লিগের ৭৬টি ক্লাবের সংগঠকদের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’।
এ বিষয়ে প্রশ্নের মুখে বিসিবি সভাপতিও পড়েছেন। তবে সেসব শঙ্কা তিনি উড়িয়ে দিতে চাইলেন। বললেন, ‘ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে।’
তবে ক্রিকেটের বোর্ডে ক্রিকেট বাদ দিয়ে রাজনীতি নিয়েই আলাপ হচ্ছে বেশি। বিষয়টা নিয়েও যেন খানিকটা বিরক্তিই প্রকাশ করলেন বিসিবি সভাপতি আমিনুল। তিনি বলেন, ‘যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরাই সিরিয়াসলি নেই। আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুসাঙ্গিক কাজ সেগুলো দ্রুত জানতে পারবেন।’
স্পোর্টস ডেস্ক: আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারের শুরু...
স্পোর্টস ডেস্ক: জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদ...
স্পোর্টস ডেস্ক : ওসাসুনাকে হারাতে আগের ম্যাচে বেশ কাঠখড় পোড়া...
স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবার রা...
নিউজ ডেস্কঃ গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সাফ অ-১৭ নারী ...
মন্তব্য (০)