
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘোষণা করেছে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যাচ্ছে ভারতে। নভেম্বর মাসে কেরালায় একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।
শনিবার ভোরে (বাংলাদেশ সময়) এক প্রেস বিজ্ঞপ্তিতে এএফএ এই খবর জানায়। তবে এখনো নিশ্চিত করা হয়নি কার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এএফএ এক বিবৃতিতে জানায়, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে আর্জেন্টিনা ২০২৫ সালের বাকি সময়ে আরও দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অনুষ্ঠিত হবে ৬-১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে (শহর ও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত নয়)। দ্বিতীয়টি হবে ১০-১৮ নভেম্বর, একটি ম্যাচ লুয়ান্ডা (অ্যাঙ্গোলা) এবং আরেকটি কেরালা (ভারত) — প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।’
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানও বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মে মাসে আর্জেন্টিনার ভারতে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার সব বাধা কেটে গেছে। ফলে তিন মাসের মধ্যেই ভারত সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা শেষবার ভারত সফর করেছিল ২০১১ সালে। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে তারা খেলেছিল ভেনেজুয়েলার বিপক্ষে।
জাতীয় দলের সফরের পাশাপাশি লিওনেল মেসি ডিসেম্বর মাসে ব্যক্তিগতভাবেও ভারতে যাবেন। তিনি তিন দিনের ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া’ করবেন। সেই সফরে মেসি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি ভ্রমণ করবেন।
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করতে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে দুজন, একজন জানিয়েছেন খেলার অস্বীকৃতি। অনুমিতভা...
স্পোর্টস ডেস্ক : সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ...
স্পোর্টস ডেস্ক: আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারের শুরু...
স্পোর্টস ডেস্ক: জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদ...
মন্তব্য (০)