
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ওসাসুনাকে হারাতে আগের ম্যাচে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। তবে এবার জাবি আলনসোর দল ছন্দে ফিরে এসেছে বেশ। গোলের খাতায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। আর তাতেই এবার লা লিগায় উঠে আসা রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়েছে দলটা।
প্রায় পঁচিশ বছর পর লা লিগায় ফেরা ওভিয়েদোর জন্য রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেওয়া ছিল উৎসবের মতো। গ্যালারিতে অস্টুরিয়ান সমর্থকেরা পুরো ম্যাচে সরব ছিলেন। কিন্তু মাঠের লড়াইয়ে আলো ছড়ান সফরকারীদের এমবাপ্পে আর ভিনিসিয়ুস।
রিয়াল কোচ জাবি আলোনসো প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন আনেন। আগের ম্যাচে থাকা ভিনিসিয়ুস ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে বসিয়ে দেন তিনি। জায়গা পান রদ্রিগো গোয়েজ ও ইনজুরি কাটিয়ে ফেরা অধিনায়ক দানি কারভাহাল। তবে বেঞ্চ থেকে নেমে ভিনিসিয়ুস গোল আর অ্যাসিস্ট দিয়ে নিজের জাত চেনান।
রিয়ালের আর্জেন্টাইন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো প্রথমবারের মতো একাদশে সুযোগ পান। শুরুতে দারুণ ড্রিবলিং দেখান, রেফারির সিদ্ধান্ত এদিক ওদিক হলে পেনাল্টিও পেতে পারতেন তিনি।
২৩ মিনিটে ওভিয়েদোর জন্যও সুযোগ তৈরি হয়। লিয়েন্ডার ডেনডনকার চিপ শটে চেষ্টা করেন, তবে সহজেই বল ধরে ফেলেন কোর্তোয়া। কিছুক্ষণ পর রিয়ালের আরদা গুলেরের শটও দারুণভাবে বাঁচান স্বাগতিক গোলরক্ষক আরন এসকানদেল।
তবে ৩৭ মিনিটে গুলেরের পাস থেকে এমবাপ্পে গোল করেন। ওভিয়েদো খেলোয়াড়েরা এ সময় বল দখলের আগে চুয়ামেনির ফাউলের অভিযোগ তোলেন, কিন্তু রেফারি গোল বহাল রাখেন।
দ্বিতীয়ার্ধে এসকানদেলের একাধিক চমৎকার সেভে আরও একবার বেঁচে যায় ওভিয়েদো। ৮৩ মিনিটে ভিনিসিয়ুস বল কেড়ে নিয়ে এমবাপ্পেকে পাস দেন, সঙ্গে সঙ্গে গোল করেন ফরাসি তারকা। ইনজুরি টাইমে ভিনিসিয়ুস নিজেও গোল করে ব্যবধান ৩-০ করেন।
অন্য ম্যাচে ভিয়ারিয়াল ৫-০ গোলে হারায় জিরোনাকে। নতুন খেলোয়াড় তাজন বুকানান করেন হ্যাটট্রিক। রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে পিছিয়ে থেকেও ২-২ সমতা আনে এস্পানিওলের বিপক্ষে। আর ওসাসুনা ১-০ গোলে হারায় ভ্যালেন্সিয়াকে।
স্পোর্টস ডেস্ক: আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারের শুরু...
স্পোর্টস ডেস্ক: জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদ...
স্পোর্টস ডেস্ক : বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী অক্টোবর...
স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবার রা...
নিউজ ডেস্কঃ গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সাফ অ-১৭ নারী ...
মন্তব্য (০)